Thursday, August 21, 2025

রেললাইনের উপর খেলায় মত্ত অবোধ শিশু, কী করলেন চালক ?

Date:

Share post:

অবোধ শিশু মন জানেই না, যেখানে সে খেলায় মত্ত সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যায় রেলগাড়ি। আপন খেয়ালে খেলছে শিশু। সবচেয়ে বড় কথা ভ্রুক্ষেপ নেই অভিভাবকদের। এরই মধ্যে উপস্থিত হলো সেই প্রতিক্ষণ। দ্রুত গতিতে ছুটে আসছে একটি ট্রেন। আপন খেয়ালে রেললাইনের উপর খেলায় মত্ত শিশু।

এহেন পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়ালেন দুই ট্রেন চালকই। দূর থেকেই তাদের নজরে পড়েছিল শিশুটির এই কীর্তি। তাই প্রাণপণে চেষ্টা করেছিলেন ট্রেন থামানোর এবং তাতে তারা সফল।
আর চালকরা যা করলেন তা সত্যিই জানলে অবাক হতে হয় বৈকি । মানুষ যে এখনো মানবিক তারই ফের প্রমাণ পাওয়া গেল ভারতীয় রেলের এই দুই চালকের মাধ্যমে।
ট্রেন থামিয়ে শিশুটিক কোলে তুলে মায়ের কাছে ফিরিয়ে দিলেন তাঁরা। শিশুটির প্রাণরক্ষা পাওয়ায় স্বস্তিতে সকলেই।

শনিবার বামনহাট স্টেশনে বামনহাট-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের শান্টিং করার কাজ চলছিল। সেই সময় লোকো পাইলট অভিজিৎ বিশ্বাস এবং তাঁর সহকারী চন্দন কুমার হঠাৎই লক্ষ্য করেন যে একটি ছোট্ট শিশু লাইনের মধ্যে বসে খেলায় মত্ত। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনটি থামিয়ে দেন। দু’জনেই ট্রেন থেকে নেমে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেন। দুই চালকের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

বিষয়টি সামান্য নজর এড়িয়ে গেলেই বড় বিপর্যয় ঘটে যেতে পারত। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দাদের ভূমিকা নিয়ে। কেন ছোট শিশুদের খেলার জন্য রেললাইন সংলগ্ন এলাকায় ছেড়ে রাখা হয়। তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...