Tuesday, August 26, 2025

পর্যটনে আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার, টুইটে বঙ্গের প্রশংসা রাজ্যপালের

Date:

ফের রাজ্যের মুকুটে নয়া পালক! এবার পর্যটন শিল্পেও শীর্ষে বাংলা। বিশ্বমঞ্চে বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার পেতে চলেছে বাংলা। বার্লিনে বসতে চলছে বিশ্বের সেরা পর্যটন মেলা ।সেখানেই তুলে দেওয়া হবে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার। যা ‘অত্যন্ত গর্বের’ বলে টুইট করে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার টুইটারে তিনি লেখেন, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে ৯ মার্চ বার্লিনে সংস্কৃতির সেরা গন্তব্যের পুরস্কার পাবে বাংলা’।বাংলার পুরস্কার জেতা দেশের জন্যও অত্যন্ত গর্বের।

আরও পড়ুন:বুধে শপথ, মঙ্গলেই সস্ত্রীক কলকাতায় পৌঁছলেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস


আগামি ৯ মার্চ ২০২৩ ‘ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট’ হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে। যা দেশের জন্যও গর্বের বলেই উল্লেখ করেন রাজ্যপাল।


নবান্ন সূত্রে খবর, এই পুরস্কার আনতে বার্লিনে যাচ্ছেন নন্দিনী চক্রবর্তী। যিনি এতদিন রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন। যদিও রাজভবনের তরফে গত মাসেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই মন্ত্রী বাবুল সুপ্রিয়র দফতর পর্যটনের সচিবের দায়িত্ব পান নন্দিনী। এরপরই বাংলার এই স্বীকৃতির সম্মানপ্রদান অনুষ্ঠান।

প্রতি বছরই ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোরসে-র (ITB- Berlin) তরফে বিশাল এক পর্যটন মেলার আয়োজন করা হয়। যেখানে পর্যটন দফতরের পাশাপাশি অংশ নেয় বিশ্বের বিভিন্ন হোটেল, ট্যুরিজম বোর্ড, ট্যুর অপারেটর, সিস্টেম প্রোভাইডার, বিমান সংস্থাগুলিও।

 

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version