৩১ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। সম্ভবত এই বছরই শেষবার আইপিএল খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই চেন্নাই এর অনুশীলনে পৌছে গেছেন ধোনি। তাকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে সিএসকে সমর্থকরা।
অনুশীলনে নেমেই নিজের চেনা ছন্দে ক্যাপ্টেন কুল। অনুশীলনে তার পরিশ্রম দেখলে মনে হবে কোনো তরুণ প্রতিভা নিজের জায়গা করে নিতে চাইছেন। এদিন চেন্নাই সুপার কিংস একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায় ধোনি ব্যাট হাতে বড় বড় ছয় মারছেন। শুধু ব্যাটিং প্রস্তুতিই নয়। ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উইকেটরক্ষক ধোনিকে দেখা যায় বল হাতেও নেটে অনুশীলন করতে।
সম্ভবত এটাই ধোনির শেষ আইপিএল। মুখে না বললেও, মনে করা হচ্ছে এই বছরই ক্রিকেট মাঠে শেষবারের মতন নামছেন মাহি। তাই নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া তিনি। আনন্দ দিতে চান মাহির ভক্তকুলকেও।
আরও পড়ুন:বিশ্বকাপের পর এমবাপেকে মস্করা করা নিয়ে এবার মুখ খুললেন মার্টিনেজ