Thursday, August 21, 2025

জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে বেরোলে এবার বেশি টাকা দিতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৫ থেকে ১০ শতাংশ টোল ট্যাক্স বাড়তে চলেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের জাতীয় সড়ক নীতি অনুযায়ী প্রতি বছর টোল রেট সংশোধন করা হয়। জানা গিয়েছে,
জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি এবং হালকা যানবাহনগুলিকে প্রতি ট্রিপে অতিরিক্ত ৫ শতাংশ টোল ট্যাক্স দিতে হবে। অন্যদিকে ভারী যানবাহনগুলির ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ছে ১০ শতাংশ পর্যন্ত।
গত বছরে ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স। সমস্ত যানবাহনের উপরই ১০ টাকা থেকে ৬০ টাকা বেড়েছিল টোল ট্যাক্স। বর্তমানে এক্সপ্রেসওয়েগুলিতে প্রতি কিলোমিটার ২.১৯ টাকা টোল চার্জ করা হয়ে থাকে। এই নতুন টোল ট্যাক্স ১৩৫ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতেও নেওয়া হবে।

এরই পাশাপাশি, টোল প্লাজার ২০ কিলোমিটার দূরত্বের আওতায় যারা থাকেন তাদের জন্য একটি সস্তা বিকল্প মাসিক পাস থাকছে। সেটির খরচও ১০ শতাংশ বাড়তে চলেছে । ২০২২-২৩ অর্থবর্ষ থেকে এই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। এই মাসিক পাসের জন্য প্রতি মাসে ৩১৫ টাকা খরচ করতে হয়।

এই পাসের মাধ্যমে এক মাসের মধ্যে যতবার ইচ্ছা যাতায়াত করার অনুমতি রয়েছে। তবে কোনও ব্যক্তির নথিভুক্ত হওয়া গাড়ি বাণিজ্যিক গাড়ি হলে, সেক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version