হনুমান মূর্তির সামনে দাঁড়িয়ে স্বল্পবসনা নারী, অভিনব প্রতিযোগিতা বিজেপির

সামনে হনুমান মূর্তি। সেখানে দেহসৌষ্ঠব দেখাচ্ছেন স্বল্পবসনারা। মধ্যপ্রদেশে(MadhyaPradesh) বিজেপির(BJP) আয়োজিত এই অনুষ্ঠানকে হিন্দু ধর্মের অপমান বলে অভিযোগ করল কংগ্রেস। শুধু তাই নয় অনুষ্ঠান শেষ হওয়ার পর গোটা জায়গা গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল কংগ্রেসের নেতাকর্মীরা। তবে কংগ্রেসের অভিযোগের পাল্টা বিজেপির দাবি, কংগ্রেস মহিলাদের খেলাধুলার বিরোধিতা করছে।

জানা গিয়েছে, গত ৫ মার্চ মধ্যপ্রদেশের রাতলাম এলাকায় মহিলাদের দেহসৌষ্ঠবের প্রতিযোগিতা আয়োজন করেন বিজেপি (BJP) মেয়র প্রহ্লাদ পটেল। তাঁর সহযোগী ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপও। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে প্রতিযোগিতার বেশ কয়েকটি ভিডিও। সেখানেই দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে ভগবান হনুমানের একটি মূর্তি রাখা হয়েছে। তার সামনেই পারফর্ম করছেন প্রতিযোগীরা। এরপরই এই ঘটনাকে হিন্দু ধর্মের অপমান বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি ইতিহাসে কখনো হিন্দু ধর্ম ও ভগবান হনুমানকে এভাবে অপমান করা হয়নি।হনুমানের মূর্তির সামনে এহেন নগ্নতা মেনে নেওয়া যায় না। বিজেপি এমন রাক্ষসের মতো ব্যবহার করছে, যারা ভগবানের কাছে বর পেয়ে ভগবানের বিরুদ্ধেই বিদ্রোহ করে।

এহেন অভিযোগের পরে পালটা দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র হিতেশ বাজপেয়ী বলেছেন, আসলে মেয়েদের খেলাধুলার বিরোধিতা করছে কংগ্রেস। খেলার দুনিয়ায় মেয়েরা উন্নতি করুক, সেটা চায় না তারা। এমনকি, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি।

Previous articleফুরফুরা উন্নয়ন পর্ষদে ববির বদলে তপন দাশগুপ্ত
Next articleনিজের বাবার লাল*সার শি*কার সুপারস্টার অভিনেত্রী !