রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থাকে(RSS) সরাসরি কট্টরপন্থী ইসলামের সঙ্গে তুলনা করে বৃটেনের মাটিতে দাঁড়িয়ে তোপ লাগলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(RahulGandhi)। রাহুলের অভিযোগ আরএসএস আসলে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন ভারতের সব স্বশাসিত সংস্থা দখল করার চেষ্টা করছে তারা।
লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আরএসএস একটি মৌলবাদী ও ফ্যাসিস্ট সংগঠন বা ভারতের বহু স্বশাসিত সংস্থা বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। আরএসএস তা দখল করে রেখেছে। শুধু তাই নয় রাহুলের মতে, ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ধরন একেবারে বদলে গিয়েছে। আর এটা বদলেছে শুধু আরএসএস নামের সংগঠনের জন্য। ওরা ভারতের প্রায় সব সংস্থা দখল করে নিয়েছে। শুধু তাই নয় কংগ্রেসের ব্যর্থতা প্রসঙ্গে রাহুলের মত, বিজেপি দেশে বাড়ছে। তার মানেই যে কংগ্রেস শেষ, এটা ধরে নেওয়া বড়সড় ভুল।
সরাসরি অভিযোগ তুলে রাহুল আরও বলেন, আরএসএস অনেকটা নিষিদ্ধ সমাজের মতো। এটা ইসলামিক ব্রাদারহুডের মতো মৌলবাদী সংগঠনের আদর্শেই তৈরি। ওদের লক্ষ্য হল, আগে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করা। তারপর পুরো গণতান্ত্রিক পদ্ধতিটাই শেষ করে দেওয়া। রাহুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়েছেন। তাদের দাবি, রাহুল ফের বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে বদনাম করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলছেন, দয়া করে দেশের সঙ্গে বেইমানি করবেন না রাহুলজি। এভাবে বিদেশের মাটিতে দেশের সম্পর্কে খারাপ কথা বললে কেউ আপনাকে বিশ্বাস করবে না।