Thursday, December 18, 2025

দোল-হোলিতেও পুরোদমে সক্রিয় সরকারি স্বাস্থ্য পরিষেবা

Date:

Share post:

দোলের (Holi Festival) দিনেও পুরোদমে সক্রিয় ছিল সরকারি স্বাস্থ্য পরিষেবা। চালু ফিভার ক্লিনিকও (Fever Clinic)। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতিতে কোনও ফাঁক থাকছে না। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপার এবং শিশুরোগ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পাশাপাশি শিশুদের শ্বাসকষ্টের চিকিৎসা পরিষেবায় যুক্ত সব সরকারি কর্মী এবং সব জেলার মুখ্য ও উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ছুটি সোমবার অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে স্বাস্থ্য দফতর(West Bengal Health Department)। সেই কারণে মঙ্গলবার দোলের দিনেও পুরোদমে সক্রিয় ছিল সরকারি স্বাস্থ্য পরিষেবা। পুরোদমে সক্রিয় থেকেছে বিভিন্ন হাসপাতালের ফিভার ক্লিনিক।

বুধবার হোলির দিনেও তা পুরোপুরি সচল থাকবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনা-বিধি মেনে চলার বছর দুয়েকের অভ্যাস এখন সব বাড়িতে প্রায় লাটে উঠেছে বলেই সংক্রমণের শৃঙ্খল সহজে ভাঙা যাচ্ছে না। অতিমারী পর্বের মতো মানুষ সতর্ক হলে, সংক্রমণের থাবা এতটা চওড়া হতো না। গত সপ্তাহেই বড়দের সাবধান হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবারও বিধানসভার ভাষণে কোভিড-বিধি পালনের কথা উঠে আসে তাঁর কথায়।

এরই মধ্যে এদিন সকালে বি সি রায় হাসপাতালে সকালে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। জ্বর-শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত বিদীপ্তা প্রামাণিক নামে ওই শিশুটিকে উলুবেড়িয়ার এক নার্সিংহোম থেকে গত রবিবার বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ৫ বছর বয়সী বিদীপ্তার বাড়ি হাওড়ার বালি এলাকায়। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাডিনো ভাইরাসে রাজ্যে গত দু মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

 

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...