সিসোদিয়াকে কেন গ্রেফতার,মোদিকে চিঠি বিজয়নের

সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মণীশ সিসোদিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, এমন ধারণা দূর করুন প্রধানমন্ত্রী।

দিল্লির আদালত আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমু্খ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মণীশ সিসোদিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, এমন ধারণা দূর করুন প্রধানমন্ত্রী।

আসলে দিল্লির নতুন আবগারি নীতিতে বেনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই সম্প্রতি গ্রেফতার করেছে সিসোদিয়াকে। কিন্তু তাঁর গ্রেফতারি প্রকৃতই ঠিক কারণে কি না তা নিয়ে জনমানসে প্রশ্ন রয়েছে।

বিজয়ন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, জনমানসে এমন ধারণা তৈরি হয়েছে যে, সিসোদিয়াকে স্রেফ রাজনৈতিক কারণেই গ্রেফতার করানো হয়েছে। তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন, সিসোদিয়ার হেফাজত থেকে অর্থ বা এমন কোনও সামগ্রী তদন্তকারীরা উদ্ধার করতে পারেননি যাতে প্রমাণ হয় আপ নেতা বড় অঙ্কের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত।

 

Previous articleআটকে থাকবে না কোনো ফাইল, কাজে গতি বাড়াতে ফাস্ট ট্র্যাক মোডে যাচ্ছে রাজভবন
Next articleমহারাজের চরিত্রে ফাইনাল হল নাম, সৌরভের বায়োপিকে বিখ্যাত বলি সুপারস্টার!