Thursday, August 28, 2025

এমন ঘটতে পারে ভাবেননি ক্লাব কর্তারাও। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো মহাবিপদের সামনে। নিশ্চয়ই ভাবছেন কেন?

আসলে পেশাদার ফুটবলের দুনিয়ায় সাধারণত এমন ঘটনা বিরল। ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে একই নামে দুটি ভিন্ন খেলায় দুজন খেলোয়াড় থাকায়। সম্প্রতি ফ্লামেঙ্গো জোয়াও গোমেজ নামের এক খেলোয়াড়কে ইংলিশ ক্লাব উলভারহাম্পটনের কাছে বিক্রি করেছে। ট্রান্সফার ফির অংশ ও অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে গোমেজের প্রাপ্য অর্থের পরিমাণ বেশ ভালোই। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা। উলভারহাম্পটন দলবদলের টাকা ফ্লামেঙ্গোকে পাঠিয়ে দিলেও ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে যখন তা গোমেজের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

ফ্লামেঙ্গোতে জোয়াও গোমেজ নামে আরও একজন খেলোয়াড় আছেন। তিনি ফুটবলার নন, বাস্কেটবল দলের সদস্য। দুজনেরই পুরো নাম একই—জোয়াও ভিক্তর গোমেজ দা সিলভা।
বাস্কেটবল খেলোয়াড় গোমেজের ব্যাংক অ্যাকাউন্টের বার্তা আসে তাঁর মায়ের কাছে। বড় অঙ্কের অর্থ হিসাবে ঢোকার বার্তা পেয়েই তিনি ছেলেকে জানান।

অবাক হয়ে গোমেজ বলেছেন, ‘আমার মা যখন আমাকে এই পরিমাণ অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার ব্যাপারটি জানালেন, আমি রীতিমতো আতঙ্কিত বোধ করছিলাম। আমার আশঙ্কা হচ্ছিল, আমার অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থপাচারের কোনো ঘটনা ঘটছে কি না। আমি ব্যাপারটা প্রায় সঙ্গে সঙ্গেই ক্লাবকে জানাই।’
বাস্কেটবল খেলোয়াড়ের কাছ থেকে জানার পর ফ্লামেঙ্গোর হিসাবরক্ষণ বিভাগের কর্মীদের মাথায় হাত। তারা দেখেন উলভারহাম্পটনের কাছ থেকে পাওয়া অর্থ ফুটবলার গোমেজকে না পাঠিয়ে তাঁরা পাঠিয়েছেন বাস্কেটবল খেলোয়াড় গোমেজকে!

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version