Friday, November 7, 2025

আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালন করল সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস (TMC)। দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর(Chandrima Bhattacharya) নেতৃত্বে এদিন ধর্মতলায় নারী দিবসের পাশাপাশি দোল উৎসব (Dol Utsav)পালন করা হয়। আবির খেলার মাধ্যমে দোল উৎসবে মেতে উঠেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থক থেকে শুরু করে নেত্রীরা। উত্তর ও দক্ষিণ কলকাতা মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে এদিন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ধর্মতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

এদিন অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন শশী পাঁজা, মালা রায়, স্মিতা বকসি সহ দলের একাধিক মহিলা কাউন্সিলর ও কর্মীরা। অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নারী দিবসের উপলক্ষে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা ৩৬ টি সাংগঠনিক জেলার মধ্যে প্রত্যেকটি জেলায় ৩০০ করে বাড়িতে যাবেন। ১০ হাজার বাড়িতে যাওয়ার কথা হলেও এই সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গ উঠলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিষয়টি বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে। দলের কোনও সমস্যা হবে না। এখনও সত্য উদঘাটিত হয়নি। যখন হবে তখন দেখা যাবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথগ্রহণকেও কটাক্ষ করেন চন্দ্রিমা।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version