Saturday, January 10, 2026

ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা! শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেসের

Date:

Share post:

দলের তরফে আগেভাগেই ঘোষণা হয়েছিল নাম। আর সেই মতোই বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Chief Minister of Tripura) হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মানিক সাহা (Manik Saha)। বুধবার আগরতলায় (Agartala) স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma), অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu), বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) এবং বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতারা। তবে নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপির বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে সিপিএম (CPIM) এবং কংগ্রেস (Congress)।

এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীসভার সদস্যরা হলেন, রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নেওটিয়া। নতুন মন্ত্রিসভায় স্থান পেল নতুন মুখ। তবে বাদ গিয়েছেন কয়েকজন মন্ত্রী। তাৎপর্যপূর্ণ, চরম আলোচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম নেই এই তালিকায়। ফলে তিনি রাজ্যের মন্ত্রী হবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। এর আগে একাধিকবার আলোচনায় উঠে এসেছিল প্রতিমা ভৌমিক (Pratima Bhoumik) ত্রিপুরার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু তা হল না। সূত্রের খবর, তিপ্রা মথার (Tipra Motha) তিনজন জয়ী প্রার্থী ক্যাবিনেটে জায়গা পেতে পারেন।

উল্লেখ্য, ত্রিপুরায় পরপর দুবার সরকার গড়ল বিজেপি। এ রাজ্যে গত বিধানসভা ভোটে টানা পঁচিশ বছরের বাম জমানার পতন হয়েছিল। একটানা কুড়ি বছর মুখ্যমন্ত্রীর পদে থাকার পর বিরোধী দলনেতা হিসেবে সংসদীয় রাজনীতিকে বিদায় জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এবারের নির্বাচনে তিনি ভোটে দাঁড়াননি। উপজাতি দল তিপ্রা মথার ভোট কাটাকাটির জেরে বিজেপির নিশ্চিত জয় এসেছে বলেই বিশ্লেষণে উঠে এসেছে। তবে ভোট পাওয়ার নিরিখে বাম-কংগ্রেস জোটের তুলনায় বেশি ব্যবধান নেই বিজেপির।

 

 

 

 

spot_img

Related articles

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...