এবার কুন্তলকে হেফাজতে নিতে চায় সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‌কুন্তল ঘোষ তদন্তে সহযোগিতা করছেন না। এবার কি সিবিআইয়ের হেফাজতে কুন্তল? বৃহস্পতিবার ফের ইডির বিশেষ আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষকে। নিয়োগ ‘কেলেঙ্কারি’র তদন্তে এবার কুন্তল ঘোষকে হেফাজতে নিতে চায় সিবিআই। কুন্তলকে হেফাজতে নিতে চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আগামী সোমবার আদালতে পেশ করা হবে কুন্তল ঘোষকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কুন্তলকে গ্রেফতার করেছে ইডি। এবার সিবিআই তাঁকে হেফাজতে চায়। ইডি তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এই যুবনেতা। বৃহস্পতিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে বৃহস্পতিবার ইডি তাঁকে তলব করেছিল। বনি তলব পেয়ে এদিনই পৌঁছে যান ইডি দফতরে।