Friday, November 14, 2025

সকালের পরে দুপুরে কেন ফের তলব বনিকে! জিজ্ঞাসাবাদে কী জানালেন অভিনেতা

Date:

নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডির (ED) দফতরে হাজিরা দেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonnie Sengupta)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই কারণে প্রথম দফা জেরার কিছুক্ষণের মধ্যেই নথি নিয়ে ফের CGO কমপ্লেক্সে হাজির হতে হল অনুপ ও পিয়া সেনগুপ্তর পুত্রকে। প্রথম দফায় জেরা সেরে বেরোনোর পরে সংবাদ মাধ্যমের সামনে বনি অবশ্য স্বীকার করে নিয়েছেন ২০১৫-১৬ সাল থেকেই কুন্তলকে চেনেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিলাসবহুল গাড়ি টাকাও এসেছে কুন্তলের অ্যাকাউন্ট থেকেই।

চলতি সপ্তাহের শুক্রবার ইডি দফতরে তলব করা হয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দেওয়া অভিনেতা বনি সেনগুপ্তকে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তলের ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পাওয়া গিয়েছে। সেই সূত্রে ধরেই তাঁকে তলব। বনি জানান, অনুষ্ঠান আয়োজকের মাধ্যমে কুন্তলের সঙ্গে তাঁর যোগাযোগ। এরপরে ঘনিষ্ঠতা বাড়ে। তিনি গাড়ি কেনার সময় কুন্তল টাকা দিয়েছিলেন। সেই টাকা এসেছিল কুন্তলের অ্যাকাউন্ট থেকেই। শুধু তাই নয়, কুন্তলের হয়ে অনেক শো করে দিয়েছেন বলেও জানান বনি। তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন বলে দাবি করেছেন বনি সেনগুপ্ত এবার দ্বিতীয় দফার যে রায় তার থেকে ইডি আর কী কী জানতে চায় সেটাই দেখার।

নিয়োগ দুর্নীতিতে আগামী শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করেছে ইডি। কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও।

এডিট তলবের পরেই বাড়ির সঙ্গে দুরত্ব বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ভোটের আগে অনেক সেলিব্রেটি দলে আসেন। ২ বছর হল বিজেপির সঙ্গে বনি সেনগুপ্তের কোনও সম্পর্ক নেই- দাবি শুভেন্দুর।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version