আজ আইএসএল-এর সেমিফাইনালের প্রথম লেগে নামছে মোহনবাগান, জয়ই লক্ষ‍্য বাগানের

মোহনবাগানের জন্য স্বস্তির খবর, প্রতিপক্ষের সেরা বিদেশি স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচের চোট।

আজ আইএসএল-এর সেমিফাইনালের প্রথম লেগে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। নিজামের শহর থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল। তাহলে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে থেকে ঘরের মাঠে নামতে পারবে বাগান ব্রিগেড।

এদিকে হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের জন্য স্বস্তির খবর, প্রতিপক্ষের সেরা বিদেশি স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচের চোট। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচেই নাইজেরিয়ানের গোলে হেরে ফিরতে হয়েছে জুয়ানের দলকে। সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ওগবেচে অনিশ্চিত। তবে হাইভোল্টেজ ম্যাচের আগে মোহনবাগান কোচ জুয়ান বললেন, “ওগবেচে খুব ভাল ফুটবলার। কিন্তু ও খেলবে কি খেলবে না, ওদের কে আছে বা কে নেই, সেটা ওরা ভাবুক। আমি চিন্তা করছি আমাদের দল, আমাদের খেলোয়াড়দের নিয়ে। ওগবেচে ছাড়াও হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী।”

আইএসএল ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মোহনবাগান কোচ। জুয়ানের কথায়, ‘‘মুম্বই, বেঙ্গালুরু দু’টি দলই ভাল। বেঙ্গালুরু শেষ সাত-আটটা ম্যাচে দুর্দান্ত খেলেছে। আমি গোয়ায় ফাইনাল খেলার স্বপ্ন দেখছি।”

গতবার আইএসএল সেমিফাইনালেই প্রথম লেগের ম্যাচে হায়দরাবাদে গিয়ে à§§-à§© গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে à§§-০ গোলে জিতেও গোলের গড়ে ছিটকে যেতে হয় জুয়ানের দলকে। স্বপ্নভঙ্গের স্মৃতি টাটকা হুগো বৌমোসদের কাছে। হায়দরাবাদ ম‍্যাচের আগে বৌমোস বলেন, “গতবারের ম্যাচটা আমরা ভুলিনি। সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার নতুন ম্যাচ, নতুন লড়াই। এবার আমাদের জিতেই ফিরতে হবে।”

জুয়ান অবশ্য নিজেকে সতর্কতার চাদরে মুড়ে রেখেও বলে দিলেন, ‘‘সেমিফাইনালের প্রথম লেগ ওদের মাঠে খেললেও আমাদের পরিকল্পনা একই থাকবে। অ্যাওয়ে ম্যাচ বলে শুধু ডিফেন্স করব না। বল নিজেদের দখলে রেখে জায়গা তৈরি করে আক্রমণাত্মক ফুটবলই খেলব। এটাই আমাদের অস্ত্র।”

মরশুমের শুরু থেকে চোট-আঘাত ভুগিয়ে চলেছে মোহনবাগানকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আশিক কুরুনিয়নের মতো উইঙ্গারকে পাবে না দল। তাঁকে বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে পাঠানো হয়েছে সেখানকার চিকিৎসক, ফিজিওর পরামর্শ নেওয়ার জন্য। আশিকের না থাকার ধাক্কা মেনে নিয়েও জুয়ান জানিয়ে দিলেন, চোট-আঘাত খেলার অঙ্গ। হতাশ হলেও পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে স্বস্তি ফিরেছে, বিশাল কাইথ সম্পূর্ণ সুস্থ হয়ে সেমিফাইনালের জন্য তৈরি হয়ে যাওয়ায়। গত দু’দিন চুটিয়ে অনুশীলন করে তিনি দলের সঙ্গে হায়দরাবাদ রওনা হন। আরও একটা ভাল খবর সবুজ-মেরুন শিবিরের জন্য, ১০টি ম্যাচে ক্লিন-শিট রেখে সেমিফাইনালের আগেই এবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন কাইথ।

আরও পড়ুন:রোহিত-স্মিথদের ম‍্যাচে হাজির দুই দেশের প্রধানমন্ত্রী, ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার