Tuesday, November 11, 2025

রোহিত-স্মিথদের ম‍্যাচে হাজির দুই দেশের প্রধানমন্ত্রী, ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার

Date:

আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট ম‍্যাচ। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক বিস্ময়কর দৃশ্য দেখল গোটা বিশ্ব। এদিন ম‍্যাচের সকালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যালবানিজ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে দেখা করেন এবং তাদের একটি বিশেষ উপহার দেন। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাতমেলান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যালবানিজ। এরপর উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ দলের সঙ্গে জাতীয় সঙ্গীত গান। উভয় প্রধানমন্ত্রীকে মঞ্চে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানান তিনি।

এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে টেস্ট ক্যাপ উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ তুলে দেন। এই কর্মসূচির পর দুই প্রধানমন্ত্রীই মাঠ প্রদক্ষিণ করেন। সেইসময় স্টেডিয়ামে বন্দে মাতরম গানও বাজানো হয়।

আগেই ঠিক ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির থাকবেন ভারত-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেই হিসাবেই এদিন সকালে আহমেদাবাদে হাজির হন নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

আরও পড়ুন:বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক


 

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version