Saturday, November 8, 2025

সাধের পোষ্যের প্রা*ণ সং*শয়ের আশঙ্কা! পুলিশের দ্বারস্থ ‘অসহায়’ মহিলা   

Date:

নিজের সন্তান স্নেহেই বড় করে তোলা। এতদিন আগলে রেখেছিলেন সাধের পোষ্যটিকে। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে চিন্তা। কীভাবে নিজের সন্তানসম মোরগটিকে (Pet Rooster) বাঁচিয়ে রাখবেন তা নিয়ে বেজায় ধন্ধে পড়লেন এক মহিলা। পরে কোনও উপায় দেখতে না পেয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে, ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুরের রতনপুর থানা এলাকায়। মোরগের মালিকের নাম জানকী বাঈ বিজ্ঝর।

মহিলার অভিযোগ, প্রতিবেশীদের কুনজরে প্রাণ সংশয় দেখা দিয়েছে সাধের মোরগের। যে কোনও দিন তাকে চুরি করে খেয়ে ফেলতে পারে পাশের বাড়ির লোকেরা। আর সেকারণেই বাধ্য হয়ে থানায় গিয়ে নালিশ জানিয়েছেন জানকী। তাঁর আরও অভিযোগ, মোরগটির উপর প্রতিবেশীদের কুনজর পড়েছে। সাধের পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দায় রয়েছে অনেকেই। জানকী জানান, মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টা চালানো হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তবে এরপর থেকেই মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে এবং সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেখান থেকে একপ্রকার ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন। কিন্তু এভাবে আর কতদিন? এরপরই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। কিন্তু পুলিশ (Police) জানিয়েছে, মোরগ নিয়ে দু’পক্ষের ঝামেলার সমাধান করার চেষ্টা চলছে। এরপরেও বিষয়টি না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version