Thursday, August 21, 2025

সাধের পোষ্যের প্রা*ণ সং*শয়ের আশঙ্কা! পুলিশের দ্বারস্থ ‘অসহায়’ মহিলা   

Date:

নিজের সন্তান স্নেহেই বড় করে তোলা। এতদিন আগলে রেখেছিলেন সাধের পোষ্যটিকে। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে চিন্তা। কীভাবে নিজের সন্তানসম মোরগটিকে (Pet Rooster) বাঁচিয়ে রাখবেন তা নিয়ে বেজায় ধন্ধে পড়লেন এক মহিলা। পরে কোনও উপায় দেখতে না পেয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে, ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুরের রতনপুর থানা এলাকায়। মোরগের মালিকের নাম জানকী বাঈ বিজ্ঝর।

মহিলার অভিযোগ, প্রতিবেশীদের কুনজরে প্রাণ সংশয় দেখা দিয়েছে সাধের মোরগের। যে কোনও দিন তাকে চুরি করে খেয়ে ফেলতে পারে পাশের বাড়ির লোকেরা। আর সেকারণেই বাধ্য হয়ে থানায় গিয়ে নালিশ জানিয়েছেন জানকী। তাঁর আরও অভিযোগ, মোরগটির উপর প্রতিবেশীদের কুনজর পড়েছে। সাধের পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দায় রয়েছে অনেকেই। জানকী জানান, মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টা চালানো হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তবে এরপর থেকেই মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে এবং সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেখান থেকে একপ্রকার ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন। কিন্তু এভাবে আর কতদিন? এরপরই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। কিন্তু পুলিশ (Police) জানিয়েছে, মোরগ নিয়ে দু’পক্ষের ঝামেলার সমাধান করার চেষ্টা চলছে। এরপরেও বিষয়টি না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version