Thursday, August 28, 2025

রাহুলের পাশেই দল! উপরাষ্ট্রপতি ধনকড়কে ‘চিয়ারলিডার’ কটাক্ষ কংগ্রেসের

Date:

ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে দেশের গণতন্ত্র নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর রাহুলের সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) বিজেপির ‘চিয়ারলিডার’ বলে তোপ দাগল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, ‘আম্পায়ারের’ ভূমিকা নেওয়া উচিত ছিল উপরাষ্ট্রপতির। অথচ তিনি চিয়ারলিডারের (Cheer Leader) ভূমিকা পালন করছেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছিলেন, ব্রিটিশ সংসদে অন্তত বিরোধীদের বলার অধিকার আছে। আমাদের সংসদে আমরা কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ সংসদে অন্তত বিরোধীদের বলার অধিকারটুকু রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাহুলকে পাল্টা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি বলেন, গোটা বিশ্ব যখন আমাদের ‘গণতন্ত্রের মহানতাকে’ সম্মান করছে, তখন আমাদের মধ্যেই কিছু লোক, এমনকী সাংসদরাও নির্বোধের মতো, অসত্য অভিযোগ করে গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই মন্তব্যের বিরোধিতা না করলে আমি সংবিধানের ভুল দিকে পড়ে যাব।

আর শুক্রবার ধনকড়ের এই অবস্থানকেই তুলোধোনা করলেন কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এদিন এক বিবৃতিতে তিনি বলেন, কিছু কিছু পদে আসীন মানুষের নিরপেক্ষ থাকাটা সাংবিধানিক বাধ্যবাধকতা। উপরাষ্ট্রপতিরও বেশ কিছু বাড়তি দায়িত্ব থাকে। চেয়ারম্যানের পদ সামলানো তার মধ্যে একটা। কিন্তু উনি আচমকা সরকারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন। অথচ তাঁর উচিত যে কোনও পক্ষ নেওয়া থেকে শতহস্ত দূরে থাকা। এটা অত্যন্ত বিভ্রান্তিকর এবং হতাশাজনক। জয়রাম রমেশের বক্তব্য, একজন চেয়ারম্যান আম্পায়ার হতে পারেন, রেফারি হতে পারেন, বন্ধু হতে পারেন। কিন্তু চেয়ারম্যান চিয়ারলিডার হতে পারেন না। এরপরই রাহুলের পাশে দাঁড়িয়ে জয়রাম রমেশ দাবি করেন, রাহুল গান্ধী যা বলছেন সেটা একেবারেই ভুল নয়। তাঁর দাবি, সংসদের বিগত অধিবেশনেই ১০-১২ জন সাংসদকে ন্যায্য দাবিতে বিক্ষোভ দেখানোর জন্য নোটিস পাঠিয়েছে সরকার।

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version