Tuesday, August 26, 2025

সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারালেন রোনাল্ডো, গ্যালারি থেকে আসল মেসি নামের স্লোগান

Date:

মাঠে মেজাজ হারালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হারে আল নাসের। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর প্রো লিগে এই প্ৰথম হার হজম করলেন সিআরসেভেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে গোলের দেখা পেলেন না মহাতারকা। ম‍্যাচ শেষে মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। শুধু তাই নয় মাঠে উপস্থিত হাজার হাজার ইত্তিহাদ সমর্থক তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগানও দেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এক দিকে আল ইত্তিহাদের কাছে ৮০ মিনিটে গোল খেয়ে হেরে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে নেমে আসা। অন্যদিকে হাজার হাজার ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান দিয়ে যাওয়া। সবশেষে রাগ সামলাতে না সিআরসেভেন।

ম‍্যাচ হারের পর মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। ক্রুদ্ধ রোনাল্ডোকে স্বান্ত্বনা দিতে এগিয়ে আসেন আল নাসেরের এক সতীর্থ। এতেই রাগ পড়েনি তাঁর। হাত ছুড়ে নিজের হতাশা ব্যক্ত করতে থাকেন তিনি। গোটা দলের সঙ্গে মাঠ ছাড়ার মুখে টাচলাইনের কাছে রোনাল্ডো পৌঁছেই মাঠে পড়ে থাকা জলের বোতলে হতাশায় লাথি মারেন তিনি। আর এর পরই গ্যালারি থেকে যখন ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগান ভেসে আসতে থাকে তখন বেজায় চটে যান রোনাল্ডো।

আর এর পরেই নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন রোনাল্ডো। যদিও ম্যাচ শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়াতে জানান আগামী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল ফিরে আসবে। তবে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শেষ প্রান্তে এসে এমন আচরণ মেনে নিতে পারছেন না তার ভক্তরাও।

আরও পড়ুন:স্বীকৃতি না দেওয়া মেয়েকে সম্পত্তি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version