Friday, August 29, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বিপাকে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ (Pakistan Police)। পুলিশ সাফ জানিয়েছে, ইমরান খান সমেত মোট ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (Teherek-e-Insaaf) একটি সভা চলাকালীন ব্যাপক হিংসার ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে। সেই হিংসার ঘটনায় ১ জনের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

প্রসঙ্গত, ইমরান খান গদি ছাড়ার পর পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ’ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। আর তারা পাকিস্তানের কুর্সিতে আসার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সদ্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাস ও খুনের অভিযোগের মামলাকে যোগ করলে এখনও পর্যন্ত তাঁর নামে ৮০ কেস দায়ের হয়েছে। সদ্য তাঁর বিরুদ্ধে লাহোর পুলিশ (Lahore Police) মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের সদস্য আলি বিলাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ইমরানপন্থীদের অভিযোগ, পুলিশি অত্যাচারেই আলির মৃত্যু হয়েছে। সেদিনের ঘটনায় ইতিমধ্যে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পাকিস্তান পুলিশের কাছে। সেখানে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির তাবড় নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version