Wednesday, December 17, 2025

Entertainment : সিনেমা ছেড়ে সিরিয়ালে আবির ! কেন নিলেন এমন সিদ্ধান্ত 

Date:

অভিনয় জীবনের (Acting Career) হাতে খড়ি হয়েছিল ছোট পর্দার মাধ্যমে। বিনোদন জগতের নবাগত ছেলেটা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’তে অভিনয় করে বাঙালির ড্রয়িংরুমে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। একের পর এক টেলিফিল্ম সহ সিরিয়ালে কাজ করে টেলি থেকে টলিউডের (Tollywood) যাত্রাটা মসৃণ করছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ২০০৯ সালে ‘ক্রশ কানেকশন’ (Cross Connection) ছবিতে এসেছিল প্রত্যাশিত ব্রেক। তারপর আর ফিরে তাকাতে হয়নি বাঙালির সুপুরুষ অভিনেতা আবিরকে (Abir Chatterjee)। এখন তিনি বড় পর্দার সকল নায়ক। চরিত্রাভিনেতা থেকে শুরু করে বাঙালি গোয়েন্দা – সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন আবির। সেই অভিনেতা নাকি আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন বলে টালিগঞ্জে শোনা যাচ্ছে। ব্যাপারটা কী বলুন তো!

বাঙালির ড্রয়িং রুমের অন্যতম বড় সঙ্গী বাংলা সিরিয়াল। বিশেষ করে মহিলাদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। আবির চট্টোপাধ্যায়ের মহিলা ফ্যানেরা প্রিয় অভিনেতার ছোটপর্দায় কামব্যাকের কথা শোনা মাত্রই উচ্ছ্বসিত। কিন্তু সত্যিই কি কামব্যাক? সিনেমা ছেড়ে দিলেন আবির? অভিনেতা বলছেন আসল ব্যাপারটা একেবারেই উল্টো। ‘সান বাংলা’র সিরিয়াল ‘সাথী’-তে শুরু হয়েছে বিনোদনের মহাপার্বণ। সারা মাস জুড়ে প্রতি সপ্তাহে এই সিরিয়ালে দেখা যাবে নানা চমক। তারই মধ্যে একটি সপ্তাহে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আবিরকে। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও ‘আবির’ ।

কী এমন টান অনুভব করলেন যার জন্য সিরিয়ালে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না আবির? অভিনেতা বলছেন এখানে দর্শক তাকে আবির চট্টোপাধ্যায় রূপেই দেখতে পাবেন, এটা একটা ভালো লাগা অনুভূতি। তাছাড়া এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে তাঁর মা রুমকি চট্টোপাধ্যায় অভিনয় করছেন। তাই ব্যাপারটার মধ্যে একটা পারিবারিক ছোঁয়া আছে। আবির বলছেন, ” আমার অভিনয় যাত্রার শুরু যে হেতু সিরিয়ালের মাধ্যমে, তাই ছোট্ট পর্দার কাছে সব সময়ই কৃতজ্ঞ থাকব। ’’

 

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...
Exit mobile version