Saturday, August 23, 2025

অভিনয় জীবনের (Acting Career) হাতে খড়ি হয়েছিল ছোট পর্দার মাধ্যমে। বিনোদন জগতের নবাগত ছেলেটা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’তে অভিনয় করে বাঙালির ড্রয়িংরুমে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। একের পর এক টেলিফিল্ম সহ সিরিয়ালে কাজ করে টেলি থেকে টলিউডের (Tollywood) যাত্রাটা মসৃণ করছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ২০০৯ সালে ‘ক্রশ কানেকশন’ (Cross Connection) ছবিতে এসেছিল প্রত্যাশিত ব্রেক। তারপর আর ফিরে তাকাতে হয়নি বাঙালির সুপুরুষ অভিনেতা আবিরকে (Abir Chatterjee)। এখন তিনি বড় পর্দার সকল নায়ক। চরিত্রাভিনেতা থেকে শুরু করে বাঙালি গোয়েন্দা – সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন আবির। সেই অভিনেতা নাকি আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন বলে টালিগঞ্জে শোনা যাচ্ছে। ব্যাপারটা কী বলুন তো!

বাঙালির ড্রয়িং রুমের অন্যতম বড় সঙ্গী বাংলা সিরিয়াল। বিশেষ করে মহিলাদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। আবির চট্টোপাধ্যায়ের মহিলা ফ্যানেরা প্রিয় অভিনেতার ছোটপর্দায় কামব্যাকের কথা শোনা মাত্রই উচ্ছ্বসিত। কিন্তু সত্যিই কি কামব্যাক? সিনেমা ছেড়ে দিলেন আবির? অভিনেতা বলছেন আসল ব্যাপারটা একেবারেই উল্টো। ‘সান বাংলা’র সিরিয়াল ‘সাথী’-তে শুরু হয়েছে বিনোদনের মহাপার্বণ। সারা মাস জুড়ে প্রতি সপ্তাহে এই সিরিয়ালে দেখা যাবে নানা চমক। তারই মধ্যে একটি সপ্তাহে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আবিরকে। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও ‘আবির’ ।

কী এমন টান অনুভব করলেন যার জন্য সিরিয়ালে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না আবির? অভিনেতা বলছেন এখানে দর্শক তাকে আবির চট্টোপাধ্যায় রূপেই দেখতে পাবেন, এটা একটা ভালো লাগা অনুভূতি। তাছাড়া এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে তাঁর মা রুমকি চট্টোপাধ্যায় অভিনয় করছেন। তাই ব্যাপারটার মধ্যে একটা পারিবারিক ছোঁয়া আছে। আবির বলছেন, ” আমার অভিনয় যাত্রার শুরু যে হেতু সিরিয়ালের মাধ্যমে, তাই ছোট্ট পর্দার কাছে সব সময়ই কৃতজ্ঞ থাকব। ’’

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version