Friday, November 7, 2025

ফের বড় বিপাকে ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের মামলা  

Date:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বিপাকে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ (Pakistan Police)। পুলিশ সাফ জানিয়েছে, ইমরান খান সমেত মোট ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (Teherek-e-Insaaf) একটি সভা চলাকালীন ব্যাপক হিংসার ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে। সেই হিংসার ঘটনায় ১ জনের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

প্রসঙ্গত, ইমরান খান গদি ছাড়ার পর পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ’ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। আর তারা পাকিস্তানের কুর্সিতে আসার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সদ্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাস ও খুনের অভিযোগের মামলাকে যোগ করলে এখনও পর্যন্ত তাঁর নামে ৮০ কেস দায়ের হয়েছে। সদ্য তাঁর বিরুদ্ধে লাহোর পুলিশ (Lahore Police) মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের সদস্য আলি বিলাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ইমরানপন্থীদের অভিযোগ, পুলিশি অত্যাচারেই আলির মৃত্যু হয়েছে। সেদিনের ঘটনায় ইতিমধ্যে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পাকিস্তান পুলিশের কাছে। সেখানে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির তাবড় নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version