Saturday, August 23, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বিপাকে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ (Pakistan Police)। পুলিশ সাফ জানিয়েছে, ইমরান খান সমেত মোট ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (Teherek-e-Insaaf) একটি সভা চলাকালীন ব্যাপক হিংসার ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে। সেই হিংসার ঘটনায় ১ জনের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

প্রসঙ্গত, ইমরান খান গদি ছাড়ার পর পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ’ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। আর তারা পাকিস্তানের কুর্সিতে আসার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সদ্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাস ও খুনের অভিযোগের মামলাকে যোগ করলে এখনও পর্যন্ত তাঁর নামে ৮০ কেস দায়ের হয়েছে। সদ্য তাঁর বিরুদ্ধে লাহোর পুলিশ (Lahore Police) মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের সদস্য আলি বিলাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ইমরানপন্থীদের অভিযোগ, পুলিশি অত্যাচারেই আলির মৃত্যু হয়েছে। সেদিনের ঘটনায় ইতিমধ্যে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পাকিস্তান পুলিশের কাছে। সেখানে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির তাবড় নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version