Tuesday, May 6, 2025

অনশনে KCR কন্যা: কেন্দ্রের বিরুদ্ধে ‘একজোট’ বিরোধীরা, উধাও কংগ্রেস!

Date:

Share post:

দিল্লির আবগারি নীতি দুর্নীতিতে (Delhi Excise Policy Scam) নাম জড়িয়েছে তাঁর। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডি (CBI & ED) তলব করলেও হাজিরা দেননি। শুক্রবারই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের তাঁকে তলব করা হয়েছিল। এরইমাঝে দিল্লিতে অনশনে বসলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha)। আর সেই মঞ্চকে সামনে রেখেই আরও একবার নিজেদের ঐক্য প্রমাণ করল সম্মিলিত বিরোধী শিবির। বিআরএস নেত্রীর ডাকা ধরনা মঞ্চে হাজির ১২ বিরোধী দল। অথচ বিরোধীদের সেই মঞ্চেই অনুপস্থিত কংগ্রেস (Congress)। আর কংগ্রেসের এমন মনোভাব নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিরোধী ঐক্যে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

উল্লেখ্য, শুক্রবার থেকে দিনভর দিল্লির যন্তর মন্তরে অনশন বিক্ষোভ দেখাচ্ছেন বিআরএস নেত্রী কে কবিতা। সংসদে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করার দাবি জানিয়ে অনশনে বসেছেন তিনি। ইতিমধ্যেই দিল্লির প্রতীকী অনশনে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মহিলা সাংসদ সুস্মিতা দেব, আম আদমি পার্টির সঞ্জয় সিং, নির্দল সাংসদ কপিল সিব্বল, সিপিএমের সীতারাম ইয়েচুরি-সহ জাতীয় রাজনীতিতে পরিচিত বেশ কিছু মুখ। এছাড়াও ধরনা মঞ্চে রয়েছেন উদ্ধব ঠাকরে শিবির, অকালি দল, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, জেডিইউ, এনসিপি, সমাজবাদী পার্টি, সিপিআই, এবং বিআরএস নেতারাও।

শুক্রবারই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে তলব করেছিল ইডি। কিন্তু দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচি থাকায় আজ তিনি হাজিরা দিতে পারবেন না বলেই আগেভাগে জানান ইডিকে। আগামী ১১ মার্চ দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে ইডি সেই প্রস্তাবে রাজিও হয়েছে। তবে বিআরএস নেত্রী কবিতা সাফ জানিয়েছেন, সরকারি ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের পাশাপাশি সংসদেও মেয়েদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। আর কেন্দ্র আইন কার্যকর না করলে আগামী দিনে দেশজুড়ে আন্দোলন হবে।

 

 

 

spot_img

Related articles

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...