প্রয়াত প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স

এদিকে ভারত ছাড়ার সময়ে কামিন্স বলেছিলেন, “আমার মনে হয় এই সময়ে আমার উচিত পরিবারের পাশে থাকার।

প্রয়াত অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মারিয়া। এদিন এমনটাই জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শেষ সময়ে মায়ের পাশে থাকতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফিরে যান প্যাট। সতীর্থের এমন শোকের দিনে পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া দল। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পড়ে মারিয়া কামিন্সকে শ্রদ্ধা জানালেন অজি ক্রিকেটাররা।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানান হয়, আমরা গভীরভাবে শোকাহত মারিয়া কামিন্সের মৃত্যুতে। ওনার মৃত্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেট ওনাকে শ্রদ্ধা জানায়। অনেক সহানুভূতি ওনার পরিবারের জন‍্য, প‍্যাটের জন‍্য। মারিয়া কামিন্সকে শ্রদ্ধা জানাতে দল কালো আর্মব‍্যান্ড পরে খেলতে নামলো।”

এদিকে ভারত ছাড়ার সময়ে কামিন্স বলেছিলেন, “আমার মনে হয় এই সময়ে আমার উচিত পরিবারের পাশে থাকার। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার দলের সতীর্থদের থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য।”

আরও পড়ুন:হায়দরাবাদের সঙ্গে ড্র, হতাশ বাগান কোচ