৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় ইডি! ফের বনিকে তলব কবে?

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে দু’দফায় প্রায় ৯ ঘণ্টা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তবে বনির উত্তরে সন্তুষ্ট নন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাই আগামী মঙ্গলবার অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হল।


আরও পড়ুন:বনিকে ইডির তলবের পর শুভেন্দুকে খোঁচা কুণাল-দেবাংশুর


ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন। তা স্বীকারও করেন অভিনেতা। এবার সেই গাড়ির নথি সহ বনিকে হাজিরা দিতে বলেছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের তথ্য জানার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেন বনি। এই প্রথম এই কাণ্ডে কোনও টলি অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।