Friday, November 7, 2025

ধোনির কি এটাই শেষ আইপিএল? কী বললেন মাহির প্রাক্তন সতীর্থ?

Date:

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আসন্ন দেশের একনম্বর ক্রিকেট লিগের জন‍্য প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তবে এইবার যে চেন্নাইয়ের জন‍্য আইপিএলটি বিশেষ। কারণ মুখে না বললেও অনেকেই মনে করছেন সম্ভবত এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। একই কথা বলতে শোনা গেল তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেনের গলাতেও। তাঁর মতে, এবারের মরশুমটা একটু আলাদা।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেন, “ধোনির কাছে এই বছরটা বাকি সব বছরের থেকে আলাদা হতে চলেছে। এবারই ধোনি-যুগের শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আশা করি সমর্থকের মাঝে নিজস্ব ছন্দেই ও বিদায় নেবে। সমর্থকরাও সেটাই চায়। দুটো বছর ওরা খেলেনি। ফিরে এসে সে বছরই ওরা ট্রফি জিতল। এর পিছনে রয়েছে ধোনি। দলকে আবার গড়ে তোলার পিছনে আসল মস্তিষ্ক ওরই। বাকি দলের মতো ওরা নয়। কিছু ক্রিকেটারের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে ওদের। সে কারণেই অনেক ক্রিকেটারকে ওরা নিলামে ধরে রাখে।”

তিন বছর পর ফের পুরোনো ফর্ম‍্যাটে ফিরছে আইপিএল। অর্থাৎ, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে আইপিএল ম‍্যাচ। আর তাতে ধোনির রাজকীয় বিদায়ের পথ আরও সুগম হয়ে বলে মনে করছেন হেডেন। এই নিয়ে তিনি বলেন, “ভারতের কোনায় কোনায় আবার আইপিএল ফিরছে। হাজার হাজার সমর্থক, বিশেষত ইয়েলো আর্মি ধোনিকে দেখতে স্টেডিয়াম ভরিয়ে দেবে। এবারও ঘরের মাঠে ওদের হারানো খুব কঠিন হবে। ঘরের মাঠে ওদের জয়ের রেকর্ড বাকি সব দলের থেকে ভাল। চেন্নাইয়ের সমর্থকরা হয়তো শেষ বারের জন্যে ধোনিকে দেখতে চলেছে । কেউ এই অভিজ্ঞতা ভুলতে চাইবে না। ঘরের মাঠেই হয়ত ধোনিকে বিদায় জানাতে চাইবেন হলুদ আর্মিরা।”

আরও পড়ুন:Breakfast Spots: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version