Friday, August 22, 2025

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আসন্ন দেশের একনম্বর ক্রিকেট লিগের জন‍্য প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তবে এইবার যে চেন্নাইয়ের জন‍্য আইপিএলটি বিশেষ। কারণ মুখে না বললেও অনেকেই মনে করছেন সম্ভবত এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। একই কথা বলতে শোনা গেল তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেনের গলাতেও। তাঁর মতে, এবারের মরশুমটা একটু আলাদা।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেন, “ধোনির কাছে এই বছরটা বাকি সব বছরের থেকে আলাদা হতে চলেছে। এবারই ধোনি-যুগের শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আশা করি সমর্থকের মাঝে নিজস্ব ছন্দেই ও বিদায় নেবে। সমর্থকরাও সেটাই চায়। দুটো বছর ওরা খেলেনি। ফিরে এসে সে বছরই ওরা ট্রফি জিতল। এর পিছনে রয়েছে ধোনি। দলকে আবার গড়ে তোলার পিছনে আসল মস্তিষ্ক ওরই। বাকি দলের মতো ওরা নয়। কিছু ক্রিকেটারের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে ওদের। সে কারণেই অনেক ক্রিকেটারকে ওরা নিলামে ধরে রাখে।”

তিন বছর পর ফের পুরোনো ফর্ম‍্যাটে ফিরছে আইপিএল। অর্থাৎ, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে আইপিএল ম‍্যাচ। আর তাতে ধোনির রাজকীয় বিদায়ের পথ আরও সুগম হয়ে বলে মনে করছেন হেডেন। এই নিয়ে তিনি বলেন, “ভারতের কোনায় কোনায় আবার আইপিএল ফিরছে। হাজার হাজার সমর্থক, বিশেষত ইয়েলো আর্মি ধোনিকে দেখতে স্টেডিয়াম ভরিয়ে দেবে। এবারও ঘরের মাঠে ওদের হারানো খুব কঠিন হবে। ঘরের মাঠে ওদের জয়ের রেকর্ড বাকি সব দলের থেকে ভাল। চেন্নাইয়ের সমর্থকরা হয়তো শেষ বারের জন্যে ধোনিকে দেখতে চলেছে । কেউ এই অভিজ্ঞতা ভুলতে চাইবে না। ঘরের মাঠেই হয়ত ধোনিকে বিদায় জানাতে চাইবেন হলুদ আর্মিরা।”

আরও পড়ুন:Breakfast Spots: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version