Thursday, August 21, 2025

দোল খেলার নামে বিদেশিনীর সঙ্গে চূড়ান্ত ‘অ*সভ্যতা’! লজ্জিত গোটা দেশ  

Date:

হোলির (Holi) দিন জাপানি মহিলাকে (Japanese Women) হেনস্থার (Assault) অভিযোগ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। গত বুধবার অর্থাৎ ৮ মার্চ ছিল হোলি। আবার ওই বিশেষ দিনেই ছিল আন্তর্জাতিক নারী দিবসও (International Womens’ Day)। আর মহিলাদের জন্য এই বিশেষ দিনেই দিল্লির একদল পুরুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকল ভারতের। সুদূর জাপান (Japan) থেকে ভারতে হোলি উদযাপনে সামিল হতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল এক ২২ বছর বয়সী এক যুবতীকে। দোল খেলার নামে ওই যুবতীর সঙ্গে কোনও অসভ্যতা করতে বাকি রাখেনি একদল পুরুষ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানি যুবতী ওই পুরুষের দলকে বাধা দিচ্ছেন। আর তাঁকে ঘিরে ধরে জোর করে তাঁর গায়ে-মুখে রং লাগাচ্ছে ওই পুরুষের দল। এক ব্যক্তিকে তাঁর মাথায় একটি ডিমও ভাঙতে দেখা গিয়েছে। একজনকে থাপ্পড়ও মারেন বিদেশিনী। তারপর সেখান থেকে পালিয়ে বাঁচেন। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োটি নজর এড়ায়নি পুলিশেরও। অভিযুক্তরা ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তড়িঘড়ি ভারত ছেড়ে চলে গিয়েছেন ওই জাপানি মহিলা। যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

তবে মহিলার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। কিন্তু সেখানে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে পাহাড়গঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। পুলিশি তদন্তে উঠে আসে, ওই জাপানি মহিলা ভারতে পর্যটক হিসাবে এসেছিলেন। ঘটনার পর বাংলাদেশে চলে গিয়েছেন তিনি। এদিকে ঘটনার পর দিল্লির মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে দিল্লি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও (Richa Chadda) ভিডিও শেয়ার করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version