Monday, November 10, 2025

লালু-পুত্র তেজস্বীর দিল্লির বাসভবনে একটানা ১১ঘন্টা তল্লাশি ইডির ! তারপর ..

Date:

Share post:

“জমির বদলে চাকরি” মামলায় গত সোম ও মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী তথা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তল্লাশিও চলে আরজেডি সুপ্রিমো ও তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায়। বাবা-মা’র জেরায় নিস্তার নেই, লালু-পুত্র তথা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাসভবনে হানা দিয়েছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেহাই পাননি লালু-কন্যা রাগিনী, চন্দা, হেমা যাদবও। প্রায় ১১ ঘণ্টা তল্লাশি চালানো পর মধ্যরাতে তেজস্বীর দিল্লির বাসভবন থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।

প্রসঙ্গত, রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তেজস্বী সহ ৯ জন বিরোধী দলের নেতানেত্রী। ঠিক তারপর দিন থেকে লাগাতার কেন্দ্রীয় এজেন্সির টার্গেটে আরজেডি সুপ্রিমোর পরিবার।

স্বাভাবিকভাবে আরজেডির তরফে কেন্দ্রীয় তদন্তকারীদের এই পদক্ষেপকে “অতি সক্রিয়তা” আখ্যা দেওয়া হয়েছে। এই তল্লাশি অভিযান চালানোর “টাইম” নিয়েও প্রশ্ন তুলেছে বিহারের উপমুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা। তাঁদের বক্তব্য, তেজস্বীর স্ত্রী সন্তানসম্ভবা। এই পরিস্থিতিতে বিজেপির এহেন প্রতিহিংসার রাজনীতি একেবারেই অনভিপ্রেত। ভাই তেজস্বীর পাশে দাঁড়িয়ে টুইটারে সরব হয়েছেন লালুর দ্বিতীয় কন্যা রোহিণী আচার্যও। তিনি লেখেন, “আমরা এই অবিচার মনে রাখব। আমার বোনের ছোট ছোট সন্তানরা কী দোষ করেছে? সন্তানসম্ভবা ভ্রাতৃবধূরই বা কী অপরাধ? কেন আজ সকাল থেকে ওদের নির্যাতন করা হচ্ছে? লালু-রাবড়ি পরিবার কখনও স্বৈরাচারী ও দাঙ্গাবাজদের সামনে মাথা নত করেনি। সেটারই খেসারত দিতে হচ্ছে। সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সময়মতো এর জবাব দেওয়া হবে।”

জানা গিয়েছে, সিবিআইয়ের দায়ের করা এফআইআরের প্রেক্ষিতেই “জমির বদলে চাকরি” মামলায় এদিন অভিযান চালিয়েছে ইডি। সিবিআইয়ের অভিযোগ, ২০০৪-’০৯ পর্যন্ত ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরির বিনিময়ে ঘুষ হিসেবে জমি নিয়েছেন আরজেডি সুপ্রিমো ও তাঁর পরিজনরা। অন্তত ১২ জন “অযোগ্য” প্রার্থী এভাবে জমির বদলে চাকরি পেয়েছেন।

 

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...