Sunday, January 11, 2026

শহিদবেদিকে এবার ‘অপবিত্র’ করতে দেবেন না নন্দীগ্রামবাসী: শুভেন্দুদের বার্তা তৃণমূলের

Date:

Share post:

আগামী ১৪ মার্চ নন্দীগ্রামে পালিত হবে শহিদ দিবস। অন্যান্য বার এই কর্মসূচিতে প্রথমে তৃণমূল নেতৃত্ব শহিদবেদিতে মাল্যদান করার পর বিজেপি(BJP) নেতৃত্বরা পালন করে এই কর্মসূচি। কিন্তু এবার দলবদলু গদ্দার শুভেন্দুকে(Shubhendu Adhikari) সেখানে ঢুকতে দেবেন না নন্দীগ্রামের(Nandigram) মানুষ। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফে। দলের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তাদের দাবি, একসময়ের সিপিএমের হার্মাদ আর এখন বিজেপির জল্লাদদের নিয়ে শহিদ দিবসে নন্দীগ্রামে ঢুকে পবিত্র শহিদ বেদিকে অপবিত্র করে প্রতি বছর। এবার নন্দীগ্রামের মানুষ তা আর হতে দেবে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম ১ নং ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও অন্যান্য নেতারা কলকাতার বাড়িতে দেখা করেন কুণালের সঙ্গে। সেখানেই আগামী ১৪ মার্চ নন্দীগ্রামের শহিদ তর্পনের কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বাপ্পাদিত্য বলেন, ১৪ মার্চ গোকুলনগরে সকাল ১০ টায় ও সোনাচূড়ায় সকাল ১১’টায় শহিদ স্মরণে সভা হবে। এছাড়া আরো কয়েকটি জায়গায় শহিদ তর্পন হবে। নন্দীগ্রাম আন্দোলনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন। পরে শুভেন্দু অধিকারী সেটা হাইজ্যাক করেছেন। নন্দীগ্রামে পুনরায় গণজাগরণ ঘটছে। তাঁর সংযোজন, নব সামন্ত, সেদিনের সিপিএমের হার্মাদ আজ বিজেপির জল্লাদ হয়েছে। এদের মতো লোককে নিয়ে গদ্দার শুভেন্দু ঐ দিন নন্দীগ্রামে ঢোকে। শহিদ বেদি অপবিত্র করে। এবার এর জবাব দিতে হবে। নন্দীগ্রামে সাধারণ মানুষ শহিদ হয়েছেন। শহিদের রক্তের জাত-ধর্ম হয় না। উনি শহিদদের ধর্মের মাপকাঠিতে ভাগ করেন৷ সেদিন রাস্তাতেই দেখা হবে ওনার সাথে। সাফ কথা বাপ্পাদিত্যের। কুণাল বলেন, ১০টা মামলা রিওপেন করিয়েছেন শুভেন্দু৷ সেগুলি সিপিএমের করা মামলা তৃণমূল নেতা- কর্মীদের বিরুদ্ধে । এর সব জবাব ১৪ মার্চ দেওয়া হবে।

আরও পড়ুন- শনিবার স্কুলে স্কুলে ক্ষো*ভের মুখে ‘ধর্ম*ঘটী’ শিক্ষকরা!

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...