Friday, August 22, 2025

শহিদবেদিকে এবার ‘অপবিত্র’ করতে দেবেন না নন্দীগ্রামবাসী: শুভেন্দুদের বার্তা তৃণমূলের

Date:

আগামী ১৪ মার্চ নন্দীগ্রামে পালিত হবে শহিদ দিবস। অন্যান্য বার এই কর্মসূচিতে প্রথমে তৃণমূল নেতৃত্ব শহিদবেদিতে মাল্যদান করার পর বিজেপি(BJP) নেতৃত্বরা পালন করে এই কর্মসূচি। কিন্তু এবার দলবদলু গদ্দার শুভেন্দুকে(Shubhendu Adhikari) সেখানে ঢুকতে দেবেন না নন্দীগ্রামের(Nandigram) মানুষ। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফে। দলের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তাদের দাবি, একসময়ের সিপিএমের হার্মাদ আর এখন বিজেপির জল্লাদদের নিয়ে শহিদ দিবসে নন্দীগ্রামে ঢুকে পবিত্র শহিদ বেদিকে অপবিত্র করে প্রতি বছর। এবার নন্দীগ্রামের মানুষ তা আর হতে দেবে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম ১ নং ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও অন্যান্য নেতারা কলকাতার বাড়িতে দেখা করেন কুণালের সঙ্গে। সেখানেই আগামী ১৪ মার্চ নন্দীগ্রামের শহিদ তর্পনের কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বাপ্পাদিত্য বলেন, ১৪ মার্চ গোকুলনগরে সকাল ১০ টায় ও সোনাচূড়ায় সকাল ১১’টায় শহিদ স্মরণে সভা হবে। এছাড়া আরো কয়েকটি জায়গায় শহিদ তর্পন হবে। নন্দীগ্রাম আন্দোলনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন। পরে শুভেন্দু অধিকারী সেটা হাইজ্যাক করেছেন। নন্দীগ্রামে পুনরায় গণজাগরণ ঘটছে। তাঁর সংযোজন, নব সামন্ত, সেদিনের সিপিএমের হার্মাদ আজ বিজেপির জল্লাদ হয়েছে। এদের মতো লোককে নিয়ে গদ্দার শুভেন্দু ঐ দিন নন্দীগ্রামে ঢোকে। শহিদ বেদি অপবিত্র করে। এবার এর জবাব দিতে হবে। নন্দীগ্রামে সাধারণ মানুষ শহিদ হয়েছেন। শহিদের রক্তের জাত-ধর্ম হয় না। উনি শহিদদের ধর্মের মাপকাঠিতে ভাগ করেন৷ সেদিন রাস্তাতেই দেখা হবে ওনার সাথে। সাফ কথা বাপ্পাদিত্যের। কুণাল বলেন, ১০টা মামলা রিওপেন করিয়েছেন শুভেন্দু৷ সেগুলি সিপিএমের করা মামলা তৃণমূল নেতা- কর্মীদের বিরুদ্ধে । এর সব জবাব ১৪ মার্চ দেওয়া হবে।

আরও পড়ুন- শনিবার স্কুলে স্কুলে ক্ষো*ভের মুখে ‘ধর্ম*ঘটী’ শিক্ষকরা!

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version