Sunday, August 24, 2025

নতুন মাত্রা পেল দিদিয়ের দেশঁ এবং করিম বেঞ্জিমার দ্বন্দ্ব। ফরাসি কোচ দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার করিম বেঞ্জিমা। ঝামেলার সূত্রপাত কাতার ২০২২ বিশ্বকাপ বেঞ্জিমার চোটকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপে চোটের কারণে তাঁর না খেলা নিয়ে কোচের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশঁকে ‘মিথ্যেবাদী’ এবং ‘ভাঁড়’ বললেন বেঞ্জিমা।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বেঞ্জিমা। সেই নিয়ে শুক্রবার ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ বলেন, ” ওর চোট ছিল। ১০ ডিসেম্বরের আগে করিম বেঞ্জিমা অনুশীলন শুরু করতে পারত না। কাতার থেকে চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, ব্যস্ততার কিছু নেই। পরের দিন শুনি, ও শিবির ছেড়ে চলে গিয়েছে।”

এরপাশাপাশি দেশঁ ওই সাক্ষাৎকারে দাবি করেন,” শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বেঞ্জিমাই নিয়েছিল। আমাকে কোনও প্রশ্ন করবেন না।”  আর এই নিয়েই এবার মুখ খুললেন বেঞ্জিমা। বেঞ্জিমা নিজের সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘‘কী লজ্জা!’’ সঙ্গে একটি ভাঁড়ের ইমোজি দেওয়া। পরে আবার একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, “মিথ্যেবাদী। তুমি মিথ্যেবাদী…।” বেঞ্জিমা নীচে লিখে দেন, “সাধু দিদিয়ের…শুভরাত্রি।”

কাতার বিশ্বকাপের সময় চোটের কারণে ছিটকে যান বেঞ্জিমা। সেই সময় বলা হয় বেঞ্জিমার সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জিমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ রাজি হননি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন বেঞ্জিমা।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version