Friday, November 7, 2025

গলায় লাল জবা কপালে টিপ, রবিবাসরীয় দুপুরে কালীঘাটে অনুপম !

Date:

অন্যান্য রবিবার গুলোর মতই দুপুরের মহানগরীর হালকা ট্রাফিকে ব্যস্ত রাসবিহারী ক্রসিং (Rashbihari Crossing)। হঠাৎ ব্যস্ততা বাড়লো কালীঘাট (Kalighat) চত্বরে। রবিবার পরিবারের সঙ্গে পুজো দিতে আসা দর্শনার্থীরা একে অন্যের মুখের দিকে তাকাচ্ছেন, চোখে প্রশ্নের ঝুলি। এমন সময় হঠাৎ দেখা গেল মন্দিরের সামনের রাস্তা দিয়ে হেঁটে আসছেন বলি অভিনেতা (Bollywood Actor) অনুপম খের (Anupam Kher)।কেন্দ্রীয় শাসকদলের প্রচ্ছন্ন সমর্থক বলে পরিচিত অভিনেতা কলকাতায় এসেই সোজা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ায় কিছুটা হলেও জল্পনা বাড়ছিল। অনুপম (Anupam Kher) অবশ্য জানান মায়ের কাছে পুজো দিয়ে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই কলকাতায় (Kolkata) বিশেষ অনুষ্ঠানে এসে কালীঘাটে পুজো দেওয়া এড়াতে পারলেন না কিছুতেই।

বন্ধু সতীশ কৌশিকের আত্মার শান্তি কামনা করে কালীঘাট মন্দিরে বেশ কিছুটা সময় কাটান অভিনেতা অনুপম খের। এদিন মেরুন লম্বা ঝুলের কুর্তা এবং সাদা পাজামা পরে ছিলেন অনুপম। গলায় ছিল লম্বা জবার মালা, কপালে তিলক। অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। একটি ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্য। অনুপম নিজে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তাঁর টুইটারে। মায়ের কাছে এসে কী প্রার্থনা করলেন? অনুপম সেই বিষয়ে মুখে কিছু না বললেও, টুইটারের বিবরণে অনুপম জানিয়েছেন, তিনি দেশের ঐক্যের জন্য প্রার্থনা করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় হাজির অনুপম আর সেখান থেকে দেশের জন্য বিশেষ বার্তা -আপাতদৃষ্টিতে ঘটনাগুলো নিছক কাকতালীয় হলেও, এর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টায় ওয়াকিবহল মহল।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version