Thursday, November 13, 2025

বিমানে ধূ*মপানের খেসারত! যাত্রীকে ‘মোক্ষম জবাব’ এয়ার ইন্ডিয়ার

Date:

ফের একবার সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India)। এবারও যাত্রীর সঙ্গে অভব্য আচরণের কারণে বিতর্কের মুখে পড়তে হল বিমান সংস্থাটিকে। সপ্তাহখানেক আগেই বিমানের ওয়াশরুমে (Washroom) ধূমপান (Smoking) করার জন্য গ্রেফতার করা হয়েছিল এক বাঙালি মহিলা যাত্রীকে। আর সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের একই কারণে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রামাকান্ত (Ramakanta), বয়স ৩৭ বছর। অভিযোগ, বিমানের ওয়াশরুমে গিয়ে নাকি ধূমপান করেন ওই যাত্রী। আর বারণ করলে বচসাও করেন।

জানা গিয়েছে, গত ১১ মার্চ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে লন্ডন (London) থেকে মুম্বই (Mumbai) আসছিলেন রামাকান্ত। বিমান মাঝ আকাশে থাকাকালীন ওই যাত্রী ওয়াশরুমে গিয়ে ধূমপান করতে শুরু করেন। ধোঁয়ার কারণে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। এরপরেই ওই ব্যক্তিকে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন বিমানকর্মীরা। তাঁর হাত থেকে সিগারেটটি নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হলে বিমানকর্মীদের সঙ্গেই অভব্য আচরণ করতে শুরু করেন ওই যাত্রী। কোনও কথা না শুনে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এরপরই কোনও মতে তাঁকে এনে আসনে বসানো হয়। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। বিমানকর্মীদের দাবি, নিজের আসনে বসার কিছুক্ষণ পরেই জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাঁর এমন আচরণে বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এরপর চেঁচামেচি করতে শুরু করেন। তাঁকে থামানোর জন্য শেষমেশ হাত-পা বেঁধে আসনে বসানো হয়। এরপরও তাঁর অভব্যতা বন্ধ করা যায়নি। বিমানের সামনের আসনে মাথা ঠুকতে শুরু করেন।

তবে মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি বিমানের এক চিকিৎসক যাত্রীকে জানিয়েছিলেন, তাঁর ব্যাগে ওষুধ আছে, যা তিনি খেতে চান। কিন্তু শেষমেশ তাঁর ব্যাগ থেকে কোনও ওষুধ পাওয়া যায়নি বরং একটি ই-সিগারেট মিলেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কোনও মানসিক সমস্যা আছে কিনা, কিংবা তিনি নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন কিনা তা বোঝার জন্য অভিযুক্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version