Friday, November 7, 2025

তেজস্বীকে সিবিআই তলব, বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রিয়াঙ্কা

Date:

জমি দুর্নীতি মামলা সম্প্রতি বিহারের(Bihar) উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে(Tejaswi Yadav) তলব করেছে সিবিআই। এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন কংগ্রেসের(Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। রীতিমতো তোপ দেগে তিনি বলেন, বিরোধীদের কন্ঠ রোধ করতেই এই ধরনের রাজনীতি করছে বিজেপি।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে টুইটারে প্রিয়াঙ্কা লেখেন, “বিজেপির সরকার কেন বিরোধীদের কণ্ঠকে এত ভয় পাচ্ছে?” এর আগে তেজস্বী ইসুতে বিজেপির বিরুদ্ধে সড়ক হয়েছিল বিজেপি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই পদক্ষেপকে গণতন্ত্রকে হত্যা করার অশুভ প্রচেষ্টা বলে দাবি করেছিলেন ৷ লালুর বাড়িতে তল্লাশি অভিযানের সমালোচনা করেছিলেন তিনি। তালিকায় শনিবার যুক্ত হল প্রিয়াঙ্কা গান্ধির নাম ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘জনতা সব দেখছে ৷ তাঁরা সবকিছুর হিসেব রাখছে ৷’’

উল্লেখ্য, ২০০৪-০৫ সালে বিহারে জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আরজেডির (RJD) লালু প্রসাদ যাদব ৷ সেই মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি (ED) ৷ সম্প্রতি এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু-পত্নী রাবড়ী দেবীর বাড়িতে তল্লাশি হয়েছে ৷ এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তেজস্বীকে ৷এর আগে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মোদি সরকারকে নিশানা করেছিল বিরোধীরা ৷ তখনও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করা হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লেখেন একাধিক বিরোধী দলের নেতা-নেত্রী ৷

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version