Thursday, August 28, 2025

২৪ কোটি মুসলিমকে কি চিনে পাঠাবেন? মোদি সরকারকে প্রশ্ন ফারুক আব্দুল্লাহর

Date:

ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে দেশকে বিভক্ত করা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ(Farooq Abdullah)। রীতিমতো তোপ দেগে তিনি বলেন, যে জিনিস চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দেশে ঘৃণার রাজনীতি নতুন কিছু নয়। কিন্তু এরা দেশে থাকা ২২-২৪ কোটি মুসলিমের(Muslim) সঙ্গে কি করবে? তাদের কি সমুদ্রে ফেলে দেওয়া হবে নাকি চিনে পাঠানো হবে।

শনিবার নিজের বাসভবনে উপত্যকার এক ডজন এরও বেশি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে গান্ধীজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গান্ধীজি রাম রাজ্যের কথা বলতেন, যার অর্থ ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র। যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না। আমাদের সকলের উচিত গান্ধীজির আদর্শ অনুসরণ করা। এভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।

পাশাপাশি উপত্যকার বর্তমান রাজনৈতিক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, জম্মু চেম্বার অফ কমার্স সম্পত্তি করের বিরুদ্ধে বনধ ডেকেছিল। সেখানে রাজ্যের যুবকদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। এতে বোঝা যায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভালো নয়। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে তাদের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা সমগ্র দেশের জন্য একটি দুঃখজনক সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। আমরা এদেশের, তাহলে আমাদের সাথে কেন এমন করা হচ্ছে? আমরা দেশবিরোধী নই।

তিনি আরো বলেন, আমরা দিল্লি গিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা তাদের কাছে দাবি জানাব, এখানে নির্দিষ্ট করা সময়ের আগে নির্বাচন সম্পন্ন করার জন্য। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরাতে তাদের কাছে আবেদন জানাবো। জাতীয় বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা করব।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version