Wednesday, August 27, 2025

দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন যুগ। একসঙ্গে জুটি বেঁধে আর তাঁরা সামনে আসেননি। কিন্তু তাই বলে ভারতীয় দর্শক তাদের প্রিয় রাম-সীতাকে (Ram-Sita) কখনোই ভুলতে পারেননি। ছোটপর্দার রাম-সীতা প্রায় ৩৪ বছর পর খবরের শিরোনামে। অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এবার একসঙ্গে ‘ নোটিশ’ ধরালেন প্রদীপ গুপ্ত।

এত সময় ছিল যখন অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এক ঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর হতেন ভারতীয় দর্শকরা। দর্শকের কাছে আজও ‘রামায়ণ’ (Ramayana) মানেই রাম এবং সীতার চরিত্রে এই বিখ্যাত জুটি। টিভির পর্দায় ‘রামায়ণ’-এর (Ramayana) জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। যারা সেই সময়ে এই সিরিয়াল দেখতে পাননি তাঁদের কাছে ২০২০ সালে লকডাউনের সময় নতুন করে ধরা দেয় সেই পুরনো বিখ্যাত রামায়ণ। কী আশ্চর্য! এত বছর পরেও সেরা টিআরপি পেল রাম সীতার এই জুটি, ব্যাপক সাড়া মিলল দেশে। তবে অনেকেই আক্ষেপ করেছিলেন যে বিখ্যাত মহাকাব্যের উত্তরকাণ্ড ‘রামায়ণ’ সিরিয়ালে দেখানো হয়নি। অবশ্য অরুণ – দীপিকাকে শেষবার ১৯৮৯ সালে ‘লব কুশ’ সিরিয়ালে একসঙ্গে দেখা গিয়েছিল। মাঝে ৩৪ বছরের দীর্ঘ বিরতি। নিজেদের পেশাদার জীবনে এনারা দুজনেই আলাদা আলাদা কাজ করলেও জুটি হিসেবে দর্শক তাঁদের আর দেখতে পাননি। অপেক্ষার প্রহর গোনা এবার শেষ হল বুঝি। বলি পাড়ায় জল্পনা, সাড়ে তিন দশক পেরিয়ে সেই জুটিই এবার প্রদীপ গুপ্তর (Pradip Gupta) ছবি ‘নোটিশ’ – এ (Notice) কাজ করতে চলেছেন। এই প্রসঙ্গে প্রযোজক প্রতাপ সিং রঘুবংশী জানাচ্ছেন, ছবির গল্প বর্তমান সময়ের হলেও এর শিকড় রয়েছে রামায়ণেই। সেই কারণেই কি একসঙ্গে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত? অভিনেতা অরুণ গোভিল বলছেন এতদিন পর দীপিকার সঙ্গে কাজ করার সুযোগটা সত্যিই অসাধারণ। তবে এটাও ঠিক যে এই ছবি করতে তিনি রাজি হয়েছেন, কারণ তাঁর চরিত্রটিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে। দীপিকা বলছেন এই ছবির গল্পও রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত। তবে রাম সীতা জুটিকে একসঙ্গে আবার দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত দর্শক।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version