Saturday, November 15, 2025

ফের নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। সম্পত্তি হাতাতে ধারালো অস্ত্র দিয়ে বাবাকেই গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। শুধুমাত্র খুন করেই থেমে থাকেনি গুণধর পুত্র , খুনের পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসে সে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের ছোট ছেলেই দাদার কুকীর্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের জেরায় খুনের কথা স্বীকারও করেছে গুণধর ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স তার বাবাকে খুন করে বলে অভিযোগ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ বছরের প্রিন্স বেশ কিছুদিন ধরে বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে নিত্য ঝামেলা লেগেই থাকত পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন।
সেই সময় বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলে প্রিন্স। বাবা ও ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে আসেন।
রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। মুরলিধরের দেহাংশ উদ্ধারও করেছে পুলিশ। প্রশান্তের বক্তব্য, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বের হয়। তখনই তার সন্দেহ হয়। এরপর তিনি খেয়াল করেন যে রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর।
সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার সন্দেহের কথা জানান। পুলিশি জেরায় বাবাকে খুনের কথা স্বীকার করেছে প্রিন্স।

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version