শিক্ষক নিয়োগ নিয়ে চলছে তদন্ত। মামলা চলছে আদালতে। এই পরিস্থিতিতে এটাকে ইস্যু করে অশান্তি ছড়াল DYFI। সোমবার, হুগলির (Hoogli) চুঁচুড়ায় এর জেলাপরিষদ অভিযান করে বামেদের যুব সংগঠন। এই অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এদিন সকালে জেলাপরিষদ অভিযান করে ডিওয়াইএফআই। জেলাপরিষদের সামনে আসতেই পুলিশ ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের আটকে দেয়। এর পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেন ডিওয়াইএফআই সদস্য-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনা ছড়ায়।

আরও পড়ুন:ব্যাপক আর্থিক বৃদ্ধির জেরে ঋণের ভার কমছে বাংলার, জানালো খোদ কেন্দ্র
