Thursday, November 27, 2025

মিলল না ‘স্থায়ী’ সমাধান! সমলি*ঙ্গের বিয়ের মামলা গড়াল সাংবাধানিক বেঞ্চে

Date:

Share post:

দেশে সমলিঙ্গের বিয়ের (Same Sex Marriage) আইনি ভবিষ্যৎ কী? সোমবার এই সংক্রান্ত মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে (Constitutional Bench) পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালতের তরফে এদিন সাফ জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ভারতে সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদনপত্র জমা পড়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। রবিবারই কেন্দ্রের (Central Government) তরফে হলফনামা দিয়ে সমলিঙ্গের বিয়ে নিয়ে নিজেদের আপত্তির কথা জানানো হয়েছিল। তারপরই এই মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি আরও বলেন, মামলাটির সঙ্গে একদিকে সাংবিধানিক অধিকার, অন্যদিকে বিশেষ বিয়ের আইনও জড়িয়ে রয়েছে। তাই পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মামলাটি শোনা দরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালা। তবে সমলিঙ্গের বিয়ে নিয়ে আগেভাগেই নিজেদের অবস্থানের কথা সাফ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিরারই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে কেন্দ্র জানিয়েছে, এই ধরনের দাম্পত্য সম্পর্ক ভারতীয় সংস্কৃতিতে পরিবারের ধারণার পরিপন্থী।

তবে চার বছর আগে সমলিঙ্গের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আইনি ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই সুপ্রিম কোর্টের ওই রায়ের সুবাদে এই ধরনের সমলিঙ্গের সম্পর্ককে আর অপরাধ বলে ধরা হয় না। কিন্তু তারপরও তাঁদের দাম্পত্য সম্পর্কের আইনি স্বীকৃতি নেই দেশে। আর এরপরই দেশের সমলিঙ্গের চার দম্পতি সুপ্রিম কোর্টে তাঁদের বিয়ের স্বীকৃতি চেয়ে মামলা দায়ের করেন। সোমবার থেকেই সেই মামলারই শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ...

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে...

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে...