Thursday, August 21, 2025

এবার শোভন চট্টোপাধ্যায়ের নিশানায় দেবশ্রী রায়।অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায় আগামিদিনে দেবশ্রীর বিরুদ্ধে বড়সড় আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

কিন্তু কেন হঠাৎ দেবশ্রীর বিরুদ্ধে আইনি লড়াই শোভনের? প্রাক্তন মেয়রের দাবি, দেবশ্রীর একটি ফেসবুক প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করা হয়েছে যাতে তাঁর ঘোরতর অন্যায়, যা অনৈতিক, মিথ্যাচার, উদ্দেশ্যপ্রণোদিত। এবং ছবিগুলি অনেক পুরনো। ক্যাপশনে সঙ্গে কোনও সম্পর্ক নেই সেই ছবির। কোনও ষড়যন্ত্র করেই সেই ছবিগুলি প্রকাশ করা হচ্ছে বলে মনে করছেন শোভনবাবু।

আজ, সোমবার সংবাদমাধ্যমকে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি তাঁর পরিচিতরা তাঁকে এমন কিছু ছবি দেখিয়েছেন, যা দেবশ্রীর প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে। শোভন জানিয়েছেন, ওই পোস্টগুলিতে তাঁর ছবি, তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাঁর তৎকালীন পদেরও উল্লেখ আছে। কিন্তু যে সময়কালে ছবিগুলি পোস্ট করা হয়েছে, তখন তিনি ওই পদে ছিলেন না। তাঁর অনুমতি না নিয়ে, পারিবারিক অনুষ্ঠান সহ আরও নানা ধরনের ছবি কেন প্রকাশ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ছবিগুলোকে ২০১৭, ২০১৮ বা ২০১৯ সালের পরে দেখানো হলেও, আদতে পোস্টগুলি অনেক পুরনো।

প্রসঙ্গত, এর আগেও দেবশ্রী রায়ের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিনেত্রী।
সেই সময় দেবশ্রীকে সঙ্গ দিয়েছিলেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শোভন।

আরও পড়ুন:আমার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে: জানালেন শোভনদেব

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version