Sunday, November 16, 2025

মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা কী করবেন এবং কী করবেন না, তা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষা হলে। দেরি করা চলবে না। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়েও কড়া নির্দেশিকা দিয়েছে পর্ষদ।

সংসদের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম দিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টা এবং বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষা হলে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসতে হবে পরীক্ষার্থীদের।আনতে হবে পেন, পেনসিল, কালি, রবার, ইনস্ট্রুমেন্ট বক্স। অন্য পরীক্ষার্থীদের থেকে এ সব জিনিস নেওয়া যাবে না।
এবার উচ্চ মাধ্যমিকে বসতে চলেছে ৮ লক্ষ ৫২ হাজার  পড়ুয়া। গত বছরের চেয়ে এই সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি।
পরীক্ষাকেন্দ্রের ভিতরে অভিভাবকরা ঢুকতে পারবেন না। কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে, তার পরীক্ষা, এমনকী রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা হতে পারে।
৮৩৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২০৬টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন রয়েছে কিনা, তা জানতে এই প্রথম স্পর্শকাতর কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বসানো হচ্ছে।
পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে থেকেই খাতা জমা নেওয়া হবে। তার আগে কেউ উত্তরপত্র জমা দিতে পারবেন না। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও ছাত্রছাত্রীকে বাথরুমেও যেতে দেওয়া হবে না।
উচ্চ মাধ্যমিক শেষ হবে আগামী ২৭শে মার্চ। জুন মাসের প্রথম সপ্তাহে ফল ঘোষণা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর কিছু লেখা চলবে না।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version