‘গুজরাটে গিয়ে গোধরা ফাইলস করে দেখান’ : বিবেক অগ্নিহোত্রীকে চ্যালে*ঞ্জ কুণালের

বেঙ্গল ফাইলস’ বানাব। আমি বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না। দেখুন, সঙ্গে বডিগার্ড।

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহু সমালোচিত ‘কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে। রবিবার কলকাতা জাদুঘরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক শাসকদলের সমালোচনা করেন। তার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, ”বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ শাসকদল ।” বাংলার আসল পরিস্থিতি তুলে ধরতে তিনি ছবির পর্দায় ‘বেঙ্গল ফাইলস’ তুলে ধরবেন।

তার বক্তব্যের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সোমবার বিবেক অগ্নিহোত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । এদিন কুণালের চ্যালেঞ্জ, ‘দম থাকলে গুজরাটে গিয়ে গোধরা ফাইলস করে দেখান।’
রবিবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। তাঁর কথায়, ”তিন, চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায়। বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই। ‘বেঙ্গল ফাইলস’ বানাব। আমি বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না। দেখুন, সঙ্গে বডিগার্ড।‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বলেন, বাংলায় এখনও অনেক মিনি কাশ্মীর রয়েছে। বাংলা পুরোপুরি কাশ্মীর হওয়ার আগে, আমি বাংলার গল্প জনগণের সামনে আনতে চাই। বাংলার রাজনীতির কীভাবে পতন হয়েছে সেটা সবাইকে দেখাতে চাই।
এর পালটা এদিন কুণাল ঘোষ সরাসরি প্রশ্ন তোলেন, ‘কে বিবেক অগ্নিহোত্রী? বাংলায় এসে অপমান, কুৎসা, প্ররোচনা দিচ্ছেন। ওঁরা যদি শিল্পী হন, তাহলে নিজেদের শিল্পকর্মের জন্য সম্মান পাবেন। কিন্তু এভাবে বিজেপির দালালি করলে কোনও সম্মান পাবে না। চাপিয়ে দেওয়া কথা বলে প্ররোচনা দিতে পাঠানো হয়েছে। বেঙ্গল ফাইলস করার কথা বলছেন, যান না, দম থাকলে গুজরাটে গিয়ে গোধরা ফাইলস বানান।’
তাঁর সাফ কথা, ‘বেঙ্গল ফাইলসের বদলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রী দেখান। ওটাই আসল বেঙ্গল ফাইলস। খবর নিয়ে দেখুন, কেন্দ্রের প্রশংসা পেয়েছে এসব প্রকল্প।’
এরই পাশাপাশি, রবিবার হুঁশিয়ারি দিয়ে অনুপম খের বলেছিলেন, ”শান্তিনিকেতন যাবই, কেউ আটকাতে পারবে না।” এর জবাবও দিয়েছেন কুণাল। তিনি বলেন, অনুপম খের কে কেন আটকাতে যাবে কেউ? ওটা ওই বিশ্বভারতীতে যিনি বসে আছেন, যিনি রবীন্দ্রনাথের কোনও ঐতিহ্যই মানেন না, তাঁদের মধ্যেকার ব্যাপার।

 

 

Previous articleস*তর্ক রাজ্য! শিশুমৃ*ত্যু রুখতে বৈঠক টাস্ক ফোর্সের
Next articleপঞ্চায়েত নির্বাচনের পরেই ছাত্রভোট: অধ্যক্ষের উপস্থিতিতে SFI-এর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর