Wednesday, May 21, 2025

৩ মাসের মধ্যে এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

শীর্ষ আদালতেও(Supreme Court) ধাক্কা। হাইকোর্টের(High Court) রায় বহাল রেখে দেশের সুপ্রিম কোর্টও জানিয়ে দিল আগামী ৩ মাসের মধ্যে হাইকোর্ট চত্বরে থাকা মসজিদ(Mosque) সরিয়ে নিতে হবে। অন্যথায় হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকার থাকবে এই কাজ করার। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট চত্বরে লিজের জমিতে থাকা এক মসজিদকে নিয়ে মামলা চলছে দীর্ঘ দিন ধরে। ২০১৭ সালে নভেম্বর মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে মসজিদটিকে সরিয়ে নিয়ে যাওয়ার। কারণ তার লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর আর ওই জমির দাবি করতে পারে না মসজিদ কমিটি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি। তবে এদিন শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল সে আবেদন।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানান, তিন মাসের মধ্যে হাইকোর্ট চত্বরের ওই মসজিদটি সরিয়ে নিতে হবে। উত্তরপ্রদেশ সরকারকে আদালতের পাশেই একটি জমির ব্যবস্থা করে দেওয়ার আবেদন করতে হবে আবেদনকারীকে। যে জমিতে মসজিদটি রয়েছে তা লিজে নেওয়া হয়েছিল। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর সেখানে মসজিদ রাখা যায় না। তিন মাসের মধ্যে ওই মসজিদ না সরালে এলাহাবাদ হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওই মসজিদ সরিয়ে দেওয়ার অধিকার থাকবে। যদিও মসজিদ কমিটির পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল জানান, ১৯৫০ সাল থেকে মসজিদটি ওই জায়গায় রয়েছে। হঠাৎ এভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় না। ২০১৭ সালে সরকার বদলের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসার ১০ দিনের মধ্যে এই মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করা হয়। জমি দিলে সেই জায়গায় মসজিদ সরিয়ে নিতে আমাদের আপত্তি নেই।

Related articles

বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ ভূটানের জল ছাড়া নিয়ে

বর্ষার সময় ভারী বৃষ্টি আর অন্যান্য রাজ্য ও দেশ থেকে ছাড়া জলে বানভাসি উত্তরবঙ্গ (North Bengal)। সেই কারণে...

আগামী ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য হতে পারে ভারতীয় দল নির্বাচন

আগামী ২৪ মে হতে পারে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল(Indian Test Team) ঘোষণা। সেইদিনই নতুন অধনিয়াকের নামও ঘোষণা...

খতম মাও সাধারণ সম্পাদক! ছত্তিশগড়ে একসঙ্গে নিকেশ ২৬ মাওবাদী

ছত্তিশগড়ে যৌথবাহিনীর চাপে কোণঠাসা মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব। বুধবার ভোরে ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে এবার মাওবাদীদের সাধারণ সম্পাদক (General...

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা অভিষেকের

ভারতীয় সেনার 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াই সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে বুধবার রওনা...
Exit mobile version