প্রথমদিনই অ্যাডমিট কার্ড আনতে ভুল ! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ত্রাতা সিভিক ভলান্টিয়ার

অ্যাডমিট কার্ডটি (Admit Card) সঠিক সময় তাঁর হাতে পৌঁছনোয় পরীক্ষায় বসতে পারেন রবীন। এই সাহায্য আপ্লুত পরীক্ষার্থী সহ তাঁর পরিবার।

মঙ্গলবার থেকে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination)। প্রথমদিনই বিপত্তি! উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবীন দাস (Rabin Das) হলে ঢোকার সময় দেখেন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছেন। ভয়ে-দুশ্চিন্তায় কেঁদে ফেলেন তিনি। সাহায্যে এগিয়ে আসেন চন্দননগর পুলিশ (Police) কমিশনারেটের উত্তরপাড়া থানার সিভিক ভলান্টিয়ার।

এদিন, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ই রবীন দেখেন অ্যাডমিট কার্ড ভুল করে বাড়িতে রেখে এসেছেন। হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের বাড়ি হিন্দমোটর নন্দন কাননে। পরীক্ষা না দিতে পারার আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন রবীন। ঘটনার খবর পেয়েই বাইক নিয়ে তাঁর বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড এনে দেন স্কুলের সামনে ট্রাফিকের ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার আমিক ঘোষ। অ্যাডমিট কার্ডটি (Admit Card) সঠিক সময় তাঁর হাতে পৌঁছনোয় পরীক্ষায় বসতে পারেন রবীন। এই সাহায্য আপ্লুত পরীক্ষার্থী সহ তাঁর পরিবার।