Tuesday, May 20, 2025

উপাচার্য নিয়োগের এক্তিয়ার শুধুমাত্র আচার্যের, নির্দেশ হাইকোর্টের

Date:

রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষমতা নেই রাজ্য সরকারের। আজ, মঙ্গলবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালতের নির্দেশ, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য, অর্থাৎ রাজ্যপাল। ফলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের আর কোনও ক্ষমতা থাকলো না। একইসঙ্গে আদালতের নির্দেশ, রাজ্যের নিয়োগ করা সকল উপাচার্যকে পদ থেকে খারিজ করতে হবে।

এই রায়ের ফলে সম্প্রতি আচার্য তথা রাজ্যপাল উপাচার্যদের অন্তর্বর্তিকালীন যে নিয়োগ করেছিলেন, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে শিক্ষা মহলে। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে আচার্য তথা বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিন মাসের জন্য পুনর্নিয়োগ করেছিলেন। অর্থাৎ তা “বৈধ”। আদালত বলেছে, উপাচার্যদের নিয়োগ করতে পারবেন আচার্য অর্থাৎ রাজ্যপাল। ফলে এই রায়ের প্রভাব সেই উপাচার্যদের উপর পড়বে না। আবার অন্য একটি ব্যাখ্যা হল, আচার্য যে নিয়োগ করেছিলেন, “অন্তর্বর্তিকালীন”। ফলে আদালতের এই রায়ের ফলে সেই নিয়োগ নিয়েও নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। রাজ্যপালের দেওয়া তালিকায় গৌড়বঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নামও ছিল। এরপর কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার রায়েই মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্যের নেই।

এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে আদালতের রায়ের সঙ্গে সহমত পোষণ করেন। তখনই প্রশ্ন ওঠে, তাহলে রাজ্য সরকার আগে অন্তর্বর্তিকালীন নিয়োগ কেন করেছিল? শিক্ষামন্ত্রীর স্পষ্ট উত্তর, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন তা পাল্টেছে। ফলে এখন থেকে আচার্য বা রাজ্যপালের অনুমোদনেই উপাচার্য নিয়োগ হবে।

আরও পড়ুন:ভোপাল গ্যাস দুর্ঘটনায় দুর্গতদের অতিরিক্ত ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে


 

 

Related articles

জ্যোতির তদন্তে এবার এনআইএ: হরিয়ানার নতুন ইউটিউব চ্যানেলে নজর গোয়েন্দাদের

হরিয়ানা পুলিশের পরে এবার ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রাকে নিয়ে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তার চ্যানেলের রোজগারের...

অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে, পিছিয়েই চলেছে দল নির্বাচন

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামবে ভারত(India Test Team)। হাতে আর মাত্র ৩১ দিন সময়...

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও...

আর জি কর-কাণ্ডে নয়া মোড়! ফের অভয়ার DNA রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

আর জি কর মামলায় (R G Kar Case) অভয়ার পরিবারের দেওয়া ডিএনএ রিপোর্ট (DNA Report) ঘিরে ফের চাঞ্চল্য...
Exit mobile version