Sunday, November 9, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মেয়র, নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করলেন

Date:

আজ থেকে শুরু হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯টি। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। এবার যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন, তাঁরা করোনা মহামারির জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। ফলে এই বছরের পরীক্ষার্থীদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা।

তাই এদিন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা শুরুর আগে চেতলা গার্লস হাইস্কুলে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পেন, চকোলেট, জলের বোতল ও শুভেচ্ছাপত্র।

এ বছরের পরীক্ষার্থীদের সম্পর্কে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। এই পরীক্ষার পর স্কুলের গণ্ডি ছাড়িয়ে নতুন এক জীবনে পা দেবে সকলে। পেশাদারি জগতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেই চ্যাটার একাউন্টেন্ট হবে। তাদের শুভেচ্ছা জানিয়ে পরবর্তী প্রজন্মকে আহ্বান জানানো যে তোমরাই আগামিদিনে দেশ গড়ার, বাংলা করার কাজে লাগবে। তোমরা জীবনের পথে এগিয়ে চলো।”

নিজের জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “সেই ১৯৭৬ সালে বহুবছর আগে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমার তিন মেয়ে যখন বোর্ডের পরীক্ষা দেয় তখন আমি সঙ্গে গিয়েছিলাম এবং অভিভাবক হিসাবে বাইরে ছিলাম। খুব স্বাভাবিকভাবে একটু তো টেনশন হয়। তাই সকলকে একটু শুভেচ্ছা জানালাম, এটা তাদের প্রাপ্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী প্রজন্ম মাথা তুলে দাঁড়াক।”

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version