Wednesday, November 12, 2025

১৩৬ শতাংশ বেতন বৃদ্ধি কেজরিওয়ালের,কত বেতন বাড়ল বিধায়কদের !

Date:

দিল্লিতে বিধায়কদের (Delhi MLA) ভাগ্য যেন সোনায় সোহাগা ! একলাফে মাইনে বাড়ল ৬৬ শতাংশ। এবার থেকে লাখপতি দিল্লির এমএলএ-রা (Delhi MLA)। সোমবারেই বেতন বৃদ্ধির প্রস্তাবকে মান্যতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বভাবতই খুশির মেজাজে রাজধানীর বিধায়করা। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিধায়কদের বেসিক পে ১২ হাজার টাকা থেকে বেড়ে ৩০ হাজার টাকা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে অবাক করার মতো ঘটনা হল প্রায় ১৩৬ শতাংশ মাইনে বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM)।

দিল্লির বিধায়ক তহবিলের পরিমাণ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা হয়েছে। এছাড়াও সরকারি খরচে বাসস্থান ও গাড়ি ব্যবহার করতে পারবেন তাঁরা বলে জানা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গিয়েছে। আগে ৫৪ হাজার টাকা পেতেন বিধায়করা, এখন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে বেতন পাবেন দিল্লির বিধায়করা (Delhi MLA)। তবে সবথেকে বেশি বেতন বৃদ্ধির তালিকায় নাম উঠেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। মাসে ৭২ হাজার টাকা বেতন পেতেন তিনি,এবার থেকে তা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭০ হাজার টাকা । প্রায় ১২ বছর পর দিল্লি সরকারের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। নয়া কাঠামো অনুযায়ী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মুখ্য সচেতক ও বিরোধী দলনেতাদের বেতন হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা। এবার থেকে সপরিবারে বেড়াতে গেলেও ১ লক্ষ টাকার পাবেন বিধায়করা। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন দিল্লির বিধায়করা। টেলিফোনের বিল বাবদ প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন বলে জানা গেছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version