Thursday, August 21, 2025

দিল্লিতে বিধায়কদের (Delhi MLA) ভাগ্য যেন সোনায় সোহাগা ! একলাফে মাইনে বাড়ল ৬৬ শতাংশ। এবার থেকে লাখপতি দিল্লির এমএলএ-রা (Delhi MLA)। সোমবারেই বেতন বৃদ্ধির প্রস্তাবকে মান্যতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বভাবতই খুশির মেজাজে রাজধানীর বিধায়করা। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিধায়কদের বেসিক পে ১২ হাজার টাকা থেকে বেড়ে ৩০ হাজার টাকা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে অবাক করার মতো ঘটনা হল প্রায় ১৩৬ শতাংশ মাইনে বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM)।

দিল্লির বিধায়ক তহবিলের পরিমাণ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা হয়েছে। এছাড়াও সরকারি খরচে বাসস্থান ও গাড়ি ব্যবহার করতে পারবেন তাঁরা বলে জানা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গিয়েছে। আগে ৫৪ হাজার টাকা পেতেন বিধায়করা, এখন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে বেতন পাবেন দিল্লির বিধায়করা (Delhi MLA)। তবে সবথেকে বেশি বেতন বৃদ্ধির তালিকায় নাম উঠেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। মাসে ৭২ হাজার টাকা বেতন পেতেন তিনি,এবার থেকে তা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭০ হাজার টাকা । প্রায় ১২ বছর পর দিল্লি সরকারের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। নয়া কাঠামো অনুযায়ী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মুখ্য সচেতক ও বিরোধী দলনেতাদের বেতন হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা। এবার থেকে সপরিবারে বেড়াতে গেলেও ১ লক্ষ টাকার পাবেন বিধায়করা। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন দিল্লির বিধায়করা। টেলিফোনের বিল বাবদ প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন বলে জানা গেছে।

 

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version