সরস্বতী পুজোর থিমের শাড়ি এলাকায় বিলি করলো টাকী স্কুলের পড়ুয়ারা !

মূলত অভিনব থিমের জন্যই এই শিরোপা মেলে।

টাকী বয়েজ স্কুলে এবারে সরস্বতী পুজোর থিম ছিল ঘরের বিভিন্ন শাড়ি দিয়ে তৈরি প্যান্ডেল।

জেআইএস গ্রুপ থেকে সরস্বতী পুজোর যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাতে সেরার মুকুট ছিনিয়ে নেয় টাকী স্কুল। মূলত অভিনব থিমের জন্যই এই শিরোপা মেলে।

ঘরের শাড়ি দিয়ে যে সরস্বতীকে সাজানো যায় তা দেখে রীতিমতো প্রশংসা করেছেন বিচারকরা ‌।এই প্যান্ডেল তৈরি করতে যে শাড়ি প্রয়োজন হয়েছিল,তা দান করেছিলেন স্কুলের টিচাররাই।
সোমবার টাকী স্কুলের পড়ুয়াদের হাত দিয়ে এলাকার কিছু মানুষের মধ্যে তা বিলি করে দেওয়া হয়। এই অভিনব উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন।