Wednesday, November 12, 2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিয়ালদহ মেইন শাখায় ট্রেন বাতিলের সময়সীমা বাড়লো !

Date:

রাত পোহালেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। অথচ তার আগে কপালে ভাঁজ পরীক্ষার্থী থেকে অভিভাবক সবার । কারণ, রেলের যথেচ্ছাচার । রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের আশঙ্কা বাড়িয়ে একতরফা ভাবেই শিয়ালদহ মেইন শাখায় ট্রেন বাতিলের সময়সীমা বাড়ালো রেল।

সিবিএসই আইসিএসসি পরীক্ষার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভিড় সামলাতে বাড়তি ট্রেন চালানোর বদলে রেলের এই নতুন তুঘলকি সিদ্ধান্তে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে নিত্যযাত্রী মহলে।
এর আগে রেল ঘোষণা করেছিল ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য ১৪ মার্চ পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে সোমবার ঘোষণা করা হয়েছে ১৯ মার্চ পর্যন্ত চলবে ট্রেন বাতিলের পর্ব। তবে মঙ্গলবার থেকে কিছুটা কমিয়ে যাত্রীদের ক্ষোভের উপরে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে রেল। তাতেও আশঙ্কা খুব একটা কমছে না। শিয়ালদা মেন শাখার মত প্রবল ব্যস্ত শাখায় দুটো একটি ট্রেন বাতিল হলেই যেভাবে ভিড় উপচে পড়ে যাত্রী পরিষেবা বিপর্যস্ত হয়ে যায় সে অভিজ্ঞতা এই শাখায় যাতায়াতকারী সকলেরই অল্প বিস্তর আছে।
পরীক্ষার সময় অন্যান্যবার বাড়তি ট্রেন চালিয়ে ভিড় সামাল দিতে হয়। সেখানে দৈনিক ১৩ জোড়া করে ট্রেন বাতিল হলে অবস্থা কি হবে তা ভেবে রীতিমতো আতঙ্কিত পরীক্ষার্থী ও তাদের পরিজনেরা। একইসঙ্গে আরো একটি সংশয়ও দানা বাঁধছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিকল্পিতভাবেই যাত্রীদের হয়রানি করে পরিস্থিতি অশান্ত করে তোলার চক্রান্ত কোথাও কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে রেলের অন্দরেই। বিজেপি ভজা রেল কর্তাদের একাংশের পরিকল্পনা এই সামগ্রিক ঘটনা প্রবাহের পিছনে আছে কিনা তা পরিষ্কার নয়।

রেলের তরফ থেকে অবশ্য পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।পূর্ব রেলের শিয়ালদহ শাখার বিভাগীয় ম্যানেজার দীপক নিগম বলেন, সোমবার মধ্যরাতের মধ্যেই নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে যাবে। বাকি থেকে যাবে শুধু থার্ড লাইন পাতার কাজ। সেইকাজও একইসঙ্গে শেষ করতে হবে। আপাতত সেই কাজ ফেলে রেখে পরে তা করা সম্ভব নয়। তাই এবার দৈনিক ২৫ জোড়া ট্রেন বাতিল নয় মঙ্গলবার থেকে ২০ মার্চ পর্যন্ত রোজ ১৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখায়। এর সঙ্গে নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত দৈনিক আরও ৬ জোড়া ট্রেন বাতিল থাকবে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version