Tuesday, November 4, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, ১৪ মার্চ নন্দীগ্রামে শহিদ স্মরণ সভায় রাশ তৃণমূলের

Date:

রাত পোহালেই ১৪ মার্চ। নন্দীগ্রামে শহিদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে ‘শহিদ স্মরণ’ কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী উপস্থিত থাকবেন।

এবারের ১৪ মার্চের সমাবেশ অন্য বছরের তুলনায় ছোট আকারে হবে। কারণ মঙ্গলবার সমাবেশের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার কথা মাথায় রেখে বড় জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহীদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। দুই জায়গার শহিদবেদিতে মাল্যদান ও শহিদ স্মরণ সহ নানা অনুষ্ঠানের এবারও আয়োজন করা হয়েছে।
নন্দীগ্রামের গোকুলনগরে সকাল দশটায় এবং সোনাচূড়ায় সকাল এগারোটায় শহিদ তর্পণ হবে। শহিদ তর্পণে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , মন্ত্রী অখিল গিরি , রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সায়নী ঘোষ,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমেন মহাপাত্র,সুপ্রকাশ গিরি, আজগর আলী, শহীদমাতা ফিরোজা বিবি সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।
সেই রক্ত ঝরা দিনটির স্মৃতি নন্দীগ্রামবাসীদের মনে আজও দগদগে। বামেদের সেই হার্মাদদেরকে আজও মনে প্রাণে ঘৃণা করে নন্দীগ্রাম। সেদিনের বামেদের নব কুমার সামন্তের মতো হার্মাদরা এখন পদ্ম শিবির আলো করে ঘুরে বেড়ায়। তারাই এখন গদ্দার শুভেন্দু অধিকারীর সঙ্গী। তাই এবার ১৪ই মার্চ নন্দীগ্রাম দিবসে গদ্দারকে না ঢুকতে দেওয়ার ব্রত নিয়েছে নন্দীগ্রামবাসী। এখানকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, গদ্দার ও তাদের সঙ্গীরা শহিদবেদিকে ছুঁয়ে অপবিত্র করে দেন। এবার তেমনটা হবে না।

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version