শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। তিনি লেখেন, ”প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”
দেশভাগের যন্ত্রণা, প্রান্তিক মানুষের সমস্যা, ছিন্নমূল মানুষের কথাই ছবিতে তুলে ধরতেন ঋত্বিক ঘটক। ১৯২৫ সালের ৪ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন তিনি। জন্মস্থান বাংলাদেশ হলেও কর্মতীর্থ ছিল ভারত।
সাধারণ মানুষের জীবনযাত্রার গল্প বলতেন ঋত্বিক ঘটক। ভারতীয় ছবির অন্যতম স্টলওয়ার্ট নিজের দায়িত্ব নিয়ে যে সকল ছবি করেছিলেন, সেই ছবি বর্তমান যুগে প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। তাঁর ছবি ভারতকে আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছে। আজ তাঁর জন্মদিবস। ঋত্বিক ঘটক বিশ্ব সিনেমাকে তুলে ধরেছিলেন বঙ্গ দর্পণে।
প্রসঙ্গত, তৎকালীন অন্যান্য পরিচালকদের কাজের সঙ্গে ঋত্বিক ঘটকের অনেক পার্থক্য ছিল। বেশ কিছু পরিচালক এবং অভিনেতাকে নিজের হাতে তৈরি করেছিলেন তিনি। তার মধ্যে অন্যতম ছিলেন সাম্প্রতিককালে প্রয়াত অভিনেতা আসরানি। ফিল্ম ইনস্টিটিউটে বেশ কয়েকজন অধ্যক্ষ পদে ছিলেন।
কয়েকজন বর্তমান যুগের পরিচালকদের সুযোগ হয়েছিল তাঁর থেকে ফিল্ম মেকিং শেখার। ঢাকায় জন্ম কিন্তু দেশভাগের কারণে তাঁর ঠাঁই হয় কলকাতায়। নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার এই যন্ত্রনা সারা জীবন বয়ে বেড়িয়েছেন ঋত্বিক ঘটক। তাঁর প্রতিটি কাজে প্রধান বিষয়ও তাই থেকেছে। আজ এই বাংলা চলচ্চিত্রের এই প্রতিভার জন্মশতবর্ষ।
–
–
–
